আশুলিয়ায় ভেজালমুক্ত খাবারের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন
- আশুলিয়া (ঢাকা) সংবাদদাতা
- ০৯ জুন ২০২৪, ০০:০৫
ঢাকার আশুলিয়ায় ভেজালমুক্ত খাবারের দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষক-শিক্ষার্থীরাসহ বিভিন্ন স্তরের জনগণ। গতকাল শনিবার বেলা ১১টার দিকে আশুলিয়ার ডিইপিজেড-ভাদাইল আঞ্চলিক সড়কের পবনারটেক এলাকায় কারিতাস উদ্যম প্রকল্পের উদ্যোগে ফেস্টুন, প্ল্যাকার্ড ও ক্যাপ পরিধান করে এ মানববন্ধনে অংশ নেয় হাজী ওয়াজ উদ্দিন মডেল স্কুলের শিক্ষার্থীরা, শিক্ষক, ব্যবসায়ী, কারিতাস উদ্যম প্রকল্পের নেটওর্য়াক ফোরামের সদস্যবৃন্দ, সামাজিক দলের সদস্য এবং স্থানীয় ব্যক্তিরা।
মানববন্ধনে বক্তারা বলেন, ভেজাল খাদ্য খেয়ে সব বয়েসী মানুষ নানা ধরনের অসুস্থতায় ভুগছে। ভেজাল খাদ্য প্রতিরোধে সরকারের পাশাপাশি পরিবার এবং সামাজিকভাবে প্রতিরোধ করতে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য আহ্বান করেন। এ কর্মসূচিতে বক্তব্য দেন, স্বনির্ভর ধামসোনা ইউপি সদস্য আবু সাদেক ভূঁইয়া, প্রকল্পের ইনচার্জ ফরিদ আহাম্মদ খান, অ্যাডভোকট মীর জাহান খান শাহীন প্রমুখ।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা