১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

নাজিরপুরে বেড়িবাঁধ ভেঙে কৃষকদের স্বপ্ন গেল ভেসে

-

সম্প্রতি রেমালের তাণ্ডবে পিরোজপুরের নাজিরপুর উপজেলার দেউলবাড়ী গ্রামের বেড়িবাঁধ ভেঙে কৃষকদের স্বপ্ন গেল ভেসে। উপজেলার প্রত্যন্ত অঞ্চল দেউলবাড়ী দোবড়া ইউনিয়নের দেউলবাড়ী গ্রামের অধিকাংশ জনসাধারণের চলাচলের মাধ্যম নৌকা। গ্রামের চারপাশ নদী-খালবেষ্টিত হওয়ায় এখানকার বেশির ভাগ কৃষি জমিতে জলাবদ্ধতা লেগেই থাকত। এ অবস্থা থেকে পরিত্রাণ পেতে গ্রামের ১০০ জন কৃষক গঠন করেন গ্রাম সমিতি। নিজেদের অর্থায়নে প্রায় ৫০০ বিঘা অনাবাদি জমির চারপাশে বেড়িবাঁধ নির্মাণ করে ধান চাষের আওতায় আনেন তারা। মাত্র দুই বছর হলো সফলতার মুখ দেখতে শুরু করছিলেন। কিন্তু এবারের ঘূর্ণিঝড় রেমাল সবকিছু ওলট-পালট করে দিয়ে গেল। এখন বেড়িবাঁধের আওতায় থাকা ওই কৃষকরা দিশেহারা।
কৃষকরা জানান, আমরা এ জমিতে জলাবদ্ধতার কারণে এক সময় ফসল উৎপাদন করতে পারতাম না। সকলে মিলে একতাবদ্ধভাবে বেড়িবাঁধ নির্মাণ করায় এখন আমরা বছরের ধান ঘরে তুলতে পারতাম। মাছ চাষ করেও প্রতি বছর প্রচুর আয় করতাম। রেমালের প্রভাবে সৃষ্ট বন্যায় আমাদের সেই বাঁধ ভেঙে যাওয়ায় এখন অপূরণীয় ক্ষতির সম্মুখীন আমরা। বাঁধ সংস্কার করতে না পারলে আমরা আগামীতে ফসল উৎপাদন করতে পারব না। সরকারি সহায়তা না পেলে আমাদের পক্ষে বেড়িবাঁধ সংস্কার করা এবং কৃষির ক্ষতি কাটিয়ে ওঠা সম্ভব নয়।
গ্রাম সমিতির সভাপতি ইব্রাহিম গাজী বলেন, আমাদের প্রায় কোটি টাকার মাছ নদীতে ভেসে গেছে। জমির ফসলেও ক্ষতি হয়েছে ব্যাপক। আমরা এখন কি করবো বুঝতে পারছি না। সরকারি সহায়তা না পেলে ঘুরে দাঁড়াতে কঠিন হয়ে পড়বে আমাদের পক্ষে।
এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা ইসরাতুন্নেছা এশা বলেন, ক্ষতিগ্রস্ত কৃষকদের সাথে কথা হয়েছে। তাদের ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক। এ ব্যাপারে জেলা প্রশাসক মহোদয়ের কাছে ক্ষয়ক্ষতির একটি হিসেব পাঠানো হয়েছে।


আরো সংবাদ



premium cement