১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

সংক্ষিপ্ত সংবাদ

-

মহাদেবপুরে কোরবানির জন্য প্রস্তুত ৭৮ হাজার ১৪৪টি পশু
মহাদেবপুর (নওগাঁ) সংবাদদাতা
পবিত্র ঈদুল আজহার আরো বেশ কিছুদিন বাকি রয়েছে। ঈদকে সামনে রেখে ধর্মপ্রাণ মুসলিমরা কিনছেন কোরবানির পশু। এ উদ্দেশ্যে মহাদেবপুরে প্রস্তুত করা হয়েছে ৭৮ হাজার ১৪৪টি পশু। উপজেলার একাধিক খামারি জানান, আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে কোরবানির পশু পালনকারীরা এখন ব্যস্ত সময় পার করছেন।
উপজেলা প্রাণিসম্পদ অফিস সূত্রে জানা যায়, এ বছর কোরবানিযোগ্য মোট পশুর সংখ্যা ৭৮ হাজার ১৪৪টি। তার মধ্যে ষাঁড় ১০ হাজার ২৬৯টি, বলদ চার হাজার ৫২৫টি, গাভী পাঁচ হাজার ১১টি, ছাগল ৫০ হাজার ২১৪টি, ভেড়া আট হাজার ১২৫টি। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. আব্দুল মালেক জানান, প্রাকৃতিকভাবে গবাদিপশু মোটাতাজাকরণে খামারিদের প্রশিক্ষণ দেয়া হয়েছে। সেই সাথে ক্ষতিকর ওষুধ ব্যবহার না করতেও খামারিদের সচেতন করা হয়।

তিতাস উপজেলার কলাকান্দি সাপ্তাহিক বাজার উদ্বোধন
দাউদকান্দি(কুমিল্লা) সংবাদদাতা
কুমিল্লার তিতাস উপজেলার কলাকান্দি ইউনিয়নের কলাকান্দি সাপ্তাহিক বাজার উদ্বোধন উপলক্ষে গত বৃহস্পতিবার এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বাজার মাঠে বাজার কমিটির সভাপতি নাছির উদ্দীনের সভাপতিত্বে এ সভায় প্রধান বক্তব্য দেন, কলাকান্দি ইউপি চেয়ারম্যান বাজার কমিটির সাধারণ সম্পাদক ইব্রাহিম সরকার। সরকারকে ইজারার টাকা ভর্তুকি দিয়ে ক্রেতা বিক্রেতাদের খাজনা মওকুফ করে সাপ্তাহিক বাজার পরিচালিত হবে বলে নিশ্চিত করেন কমিটির নেতারা।
মাহবুব মুন্সির সঞ্চালনায় আরো বক্তব্য দেন, হাজী ওমর আলী সরকার, শাহজাহান সরকার, দুলাল মেম্বার, মাওলানা আব্দুল আউয়াল প্রমুখ। পরে সভাপতি ও সাধারণ সম্পাদক ফিতা কেটে এবং দোয়া মোনাজাত শেষে বাজারের উদ্বোধন ঘোষণা করেন।

ছাগলনাইয়ায় কোকো স্মৃতি সংসদের মিলাদ ও খাবার বিতরণ
ছাগলনাইয়া-পরশুরাম (ফেনী) সংবাদদাতা
জিয়াউর রহমানের শাহাদতবার্ষিকী উপলক্ষে গত শুক্রবার ফেনীর ছাগলনাইয়ায় আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের উদ্যোগে মিলাদ দোয়া ও নেতাকর্মীদের মধ্যে খাবার বিতরণ করা হয়েছে।
কোকো স্মৃতি সংসদের সভাপতি একরাম উদ্দিন শিপুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মামুনুর রশিদের সঞ্চালনায় ছাগলনাইয়া কমিউনিটি সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির ফেনী জেলা ও ছাগলনাইয়া উপজেলা আহ্বায়ক কমিটির সদস্য সাবেক চেয়ারম্যান রবিউল হক চৌধুরী মাহবুব। আরো উপস্থিত ছিলেন- যুবদল নেতা আবদুল কাদের জিলানী, বাবুল, অহিদ উল্লাহ, ইকবাল হোসেন, আবুল বশর, আবু তাহেরসহ বিএনপি, যুবদল, ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও এলাকাবাসী।

বরিশালের ১২ নারী উদ্যোক্তাকে সেলাই মেশিন বিতরণ
বরিশাল ব্যুরো
বরিশালের ১২ নারী উদ্যোক্তাকে সেলাই মেশিন বিতরণ করেছে যুব উন্নয়ন অধিদফতরের মহাপরিচালক ড. গাজী মো: সাইফুজ্জামান। স্বেচ্ছাসেবী সংগঠন আবিষ্কারের উদ্যোগে গতকাল শনিবার দুপুরে নগরীর সার্কিট হাউজে এক অনুষ্ঠানের মাধ্যমে এ সেলাই মেশিনগুলো বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্ম সচিব লিয়াকত আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনদীপ ঘরাই, আবিষ্কারের প্রতিষ্ঠাতা আবু বক্কর সিদ্দিক সোহেল, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, কার্যনির্বাহী সদস্য এম এইচ ওসমান গনি প্রমুখ। অনুষ্ঠান শেষে বেকার এক ব্যক্তিকে মৌসুমি ফলসহ একটি ভ্যান বিতরণ করেন অতিথিরা।

বোরহানউদ্দিনে ভূমি সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা
বোরহানউদ্দিন (ভোলা) সংবাদদাতা
ভোলার বোরহানউদ্দিন উপজেলায় ‘স্মার্ট ভূমিসেবা স্মার্ট নাগরিক’ এ প্রতিপাদ্যে উপজেলা ভূমি অফিসের আয়োজনে এক আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১০টায় ভূমি মন্ত্রণালয় কর্তৃক গৃহীত বিভিন্ন কার্যক্রম সম্পর্কে সাধারণ নাগরিকদের সচেতনতা সৃষ্টির লক্ষ্যে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইমরান জাহিদ খানের সভাপতিত্বে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার রায়হান উজ্জামান এ ভূমি সপ্তাহ উদ্বোধন করেন।
প্রধান অতিথির বক্তব্যে নির্বাহী কর্মকর্তা বলেন, ভূমি সংক্রান্ত বিষয়ের ওপর বেশি গুরুত্ব দিয়ে ভূমি মালিকদেরকে কোনো রকম হয়রানি ছাড়া দ্রুত সেবা দিতে স্মার্ট ভূমি সেবা চালু করেছে সরকার। ই-নামজারি থেকে শুরু করে সকল কিছু অনলাইনেই সেবা পাওয়া যায়। এ সময় উপস্থিত ছিলেন, ভূমি সহকারী কর্মকর্তা শহীদ তালুকাদার, সুজাউদ্দৌলা সিকদার, সার্ভেয়ার ফিরোজ আলম প্রমুখ। উল্লেখ্য, ৮ জুন থেকে শুরু হয়ে এ ভূমিসেবা সপ্তাহ চলবে ১৪ জুন পর্যন্ত।

বরগুনায় অটোরিকশায় চার্জ দিতে গিয়ে যুবকের মৃত্যু
বরগুনা প্রতিনিধি
বরগুনায় ব্যাটারিচালিত অটোরিকশায় চার্জ দেয়ার সময় বিদ্যুৎস্পৃষ্টে মনির (৩৫) নামে এক রাইসমিল মালিকের মৃত্যু হয়েছে। গত শুক্রবার সদর উপজেলার এম বালিয়াতলী ইউনিয়নের মাইঠা চৌমুহনী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মনির একই গ্রামের মৃত গনি হাওলাদারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে তার রাইসমিলে অটোরিকশার চার্জ দিতে গিয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। সেখান থেকে উদ্ধার করে তাকে বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে বরগুনা সদর থানার ওসি মিজানুর রহমান জানান, বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু হয়েছে এমন খবর পেয়েছি। আইনি প্রক্রিয়ার মাধ্যমে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


আরো সংবাদ



premium cement
ঘড়ির সময় বদলাতে চান না ট্রাম্প ভারতীয় মুসলিমদের বিরুদ্ধে ঘৃণা ছড়াতে অস্ত্র বাংলাদেশ : ওয়েইসি সিরিয়ার বিদ্রোহীদের সাথে সরাসরি যোগাযোগ রাখছে যুক্তরাষ্ট্র খেয়ালখুশিমতো খরচ হয়েছে জলবায়ু তহবিলের অর্থ গুমে শেখ হাসিনার সম্পৃক্ততা পেয়েছে কমিশন : র‌্যাব বিলুপ্তির সুপারিশ আরাকানে সাড়ে ৪ শ’সেনা নিহত, জান্তার নিয়ন্ত্রণ শেষ বিপাকে রোহিঙ্গারা ভারতসহ সাত ‘অসহযোগী’ দেশের তালিকা ঘোষণা যুক্তরাষ্ট্রের সিরীয়রা স্বাধীনতা উদযাপনের সময় দামেস্কে ইসরাইলের হামলা আগামীতে সবাইকে নিয়ে বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলা হবে বেক্সিমকোর জন্য ১৮০ কোটি টাকা ছাড় করছে জনতা ব্যাংক বেকারত্বহীন বাংলাদেশ গঠনে কাজ করছে জামায়াত : ডা: শফিক

সকল