দেড় বছর ধরে পড়ে আছে ইসলামপুর থানার নতুন ভবনের নির্মাণকাজ
- খাদেমুল বাবুল জামালপুর
- ০৮ জুন ২০২৪, ০১:৪১
দেড় বছর ধরে পড়ে আছে জামালপুরের ইসলামপুর থানার নতুন ভবনের নির্মাণ কাজ। জামালপুর গণপূর্ত অধিদফত জানায়, ৭ কোটি ৭৮ লাখ ২২ হাজার ৫৪৮ টাকা চুক্তিমূল্যে বিগত ২০২২ সালের ৬ ফেব্রুয়ারি মুশফিকুর রহমান কাঞ্চনের মালিকানাধীন একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে ইসলামপুর থানার নতুন ভবন নির্মাণের কাজ দেয়া হয়। নির্মাণকাজ শেষ হওয়ার কথা ছিল ২০২৪ সালের ৬ ফেব্রুয়ারি। অথচ প্রায় দেড় বছরেও নতুন ভবনটির নির্মাণকাজ সমাপ্ত না হওয়ায় ইসলামপুর থানার পুলিশি সেবা দিতে হিমশিম খাচ্ছেন থানার কর্মকর্তারা।
জামালপুর গণপূর্ত অধিদফতরের উপবিভাগীয় প্রকৌশলী এফ এফ আশ্রাফুল আওয়াল রানা বলেন, প্রথমে ওই চারতলা বিল্ডংটির পুটিং ফাউন্ডেশন ধরা ছিল। পরে সাইড পরিবর্তন করা হয়। সাইডটি পুকুরে পড়ায় প্রি-কাস্ট পাইল ফাউন্ডেশনের সিদ্ধান্ত হয়। প্রি-কাস্ট পাইল ফাউন্ডেশন করে ঠিকাদারি প্রতিষ্ঠান লোকসানের মুখে পড়ে কাজ বন্ধ করে দেয়।
তিনি আরো বলেন, ফান্ড না আসায় ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রি-কাস্ট পাইল ফাউন্ডেশন মূল্য পরিশোধ করা যায়নি। ফান্ড পাওয়া গেলে ঠিকাদারের প্রি-কাস্ট পাইল ফাউন্ডেশন মূল্য পরিশোধ করে রিটেন্ডার করা হবে।
জামালপুরের পুলিশ সুপার মো: কামরুজ্জামান বিপিএম জানান, ফান্ড ছাড় হয়েছে। আশা করছি দ্রুত সময়ের মধ্যে রিটেন্ডার হবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা