০৬ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১, ৫ রজব ১৪৪৬
`

কালিয়া প্রেস ক্লাবের সভাপতি মোর্শেদ সাধারণ সম্পাদক শাহী

-

নড়াইলের কালিয়া প্রেস ক্লাবের কমিটি গঠিত হয়েছে। এ উপলক্ষে গতকাল শুক্রবার দুপুরে প্রেস ক্লাব মিলনায়তনে সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সর্বসম্মতিতে গোলাম মোর্শেদকে সভাপতি (দৈনিক পূর্বাঞ্চল ও খবরপত্র) এবং শাহীদুল ইসলাম শাহীকে (দৈনিক যুগান্তর) সাধারণ সম্পাদক করে কমিটি গঠন করা হয়। প্রবীণ দুই সাংবাদিক আমৃত্যু সভাপতি এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করবেন বলে সভায় সিদ্ধান্ত গৃহীত হয়। এ ছাড়া অন্যান্য পদ যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে গঠিত হবে।
প্রসঙ্গত, কালিয়া প্রেস ক্লাবের সভাপতি মশিউল হক মিটু গত ৮ মে রাতে শ^াসকষ্টজনিত কারণে কলাবাড়িয়া গ্রামে নিজবাড়িতে ইন্তেকাল করেন। মিটু দৈনিক সমকাল পত্রিকার কালিয়া উপজেলা প্রতিনিধি ছিলেন।

 


আরো সংবাদ



premium cement