বিনা চিকিৎসায় জীবন্ত লাশ হয়ে বেঁচে আছেন সেলিম
- মিজানুর রহমান বোরহানউদ্দিন (ভোলা)
- ০৭ জুন ২০২৪, ০০:০৫
জীবন যেন আর চলছে না। বিছানায় শুয়ে শুয়ে মৃত্যুর প্রহর গুনছেন সেলিম। তার কঙ্কালসার দেহটি যেন এক জীবন্ত লাশ। ভোলার বোরহানউদ্দিন উপজেলা সদরের ১নং ওয়ার্ডে মাস্টারপাড়ায় রশিদ ড্রাইভার বাড়িতে থাকেন সেলিম (৪৫)। পারিবারিক জীবনে তিনি চার মেয়ের বাবা। এক মেয়েকে বিয়ে দিয়েছেন। অভাবের তাড়নায় স্ত্রী পেয়ারা বেগম তিন মেয়েকে নিয়ে ঢাকায় থাকেন।
সেলিম থাকেন তার বাবা আবদুর রশিদ, মা রাসেদার সংসারে। সেলিমের বাবা আগে ড্রাইভার ছিলেন। বর্তমানে বয়সের ভারে নুইয়ে পড়েছেন। কাজ কাম করতে পারেন না।
সরেজমিনে দেখা যায়, ঘরের বারান্দায় একটি চৌকিতে শুয়ে আছেন সেলিম। প্রথম দেখাতে চমকে উঠতে হয়। বিছানায় যেন পড়ে আছে একটি জীবন্ত লাশ! কংকালসার শরীরের পাঁজরগুলো স্পষ্ট দেখা যাচ্ছে। কী রোগে আক্রান্ত তিনি নিজেও জানেন না। অভাব অনটনের কারণে খাওয়াতে ও চিকিৎসা করাতে পারছেন না তার মা-বাবা।
প্রতিবেশী মোহাম্মদ সালমান জানান, পরিবারটি খুবই অসহায়। বিত্তবানদের কিংবা সরকারি সহযোগিতায় চিকিৎসা করাতে পারলে সেলিম আবার স্বাভাবিক জীবন ফিরে পেত। বোরহানউদ্দিন হাসপাতালের মেডিক্যাল অফিসার ডা: আবুল কালাম আজাদ বলেন, অভাবের কারণে সেলিম চিকিৎসা নিতে পারছেন। তার চিকিৎসায় সবার সহযোগিতা প্রয়োজন।
পৌর ১নং ওয়ার্ড কমিশনার হারুনুর রশীদ বলেন, আমরা কিছুটা সহযোগিতা করছি। বিত্তবানরা একটু এগিয়ে এলে সেলিম হয়তো স্বাভাবিক জীবন ফিরে পেতো। সেলিমকে সহযোগিতা করতে ‘তামিরুল উম্মাহ মাদরাসা, বোরহানউদ্দীন উত্তর বাস স্ট্যান্ড’ অথবা ০১৭১২৩৯৩০৯৭ এই নম্বরে যোগাযোগ করতে পারেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা