১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

নিঝুমদ্বীপে ইকোফিশ-২ প্রকল্পের জীববৈচিত্র্য সংরক্ষণে প্রশিক্ষণ

-

নিঝুমদ্বীপে ইউএসএ আইডির ইকোফিশ-২ প্রকল্পের আওতায় ওয়ার্ল্ডফিশের বাস্তবায়নে দুই দিনব্যাপী এক কর্মশালার আয়োজন করা হয়েছে। স্থানীয় ৩০ জন বোট মাঝিকে নিয়ে ‘জীববৈচিত্র্য সংরক্ষণ’ বিষয়ক এ প্রশিক্ষণ কর্মশালা গত বুধবার শেষ হয়েছে।
সমাপনী দিনে প্রশিক্ষণ বিষয়ের লক্ষ্য ও উদ্দেশ্য ছিল, নৌকা চালকদের জীববৈচিত্র্য সংরক্ষণের গুরুত্ব ও টেকসই মৎস্যচর্চা সম্পর্কে আরো উদ্বুদ্ধকরণ করা, মৎস্য ব্যবস্থাপনায় সহ-ব্যবস্থাপনার ভূমিকা ও দায়িত্বশীল মৎস্য আহরণ ও সাগরে জেলেদের নিরাপত্তা বিষয়ে করণীয় দিক সম্পর্কে ধারণা অর্জনের মাধ্যমে নিজেদেরকে আরো দক্ষ করে গড়ে তোলা। যাতে করে দেশের সামুদ্রিক জীববৈচিত্র্য রক্ষায় গুরুত্বপূর্ণ কলাকৌশল সম্পর্কে অধিকতর ধারণা লাভ করে তারা জাতীয় মৎস্যসম্পদে নিজেদের অবদান রাখতে পারেন। পাশপাশি ইকোফিশ-২ প্রকল্পের পরিচিতির লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে ধারণা দেয়া হয়।
কর্মশালাটি পরিচালনা করেন প্রকল্পের গবেষণা সহযোগী আবদুল হামিদ শেখ। গবেষণা সহকারী ছিলেন শহীদুল ইসলাম কাজল। কর্মশালা শেষে অংশগ্রহণকারীদের মধ্যে লাইফ জ্যাকেট বিতরণ করা হয়।


আরো সংবাদ



premium cement