মুন্সীগঞ্জে বাংলাদেশ সুপ্রিম পার্টির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি
- মুন্সীগঞ্জ প্রতিনিধি
- ০৭ জুন ২০২৪, ০০:০৫
মুন্সীগঞ্জ ও সদর থানার কালিঞ্জিপাড়ায় পাড়ার মইনীয়া মাইজ ভাণ্ডারিয়া খানকা শরিফের আশপাশে বিভিন্ন ধরনের, বনজ ও ফলদ বৃক্ষ রোপণ করা হয়। গত বুধবার বেলা ১১টায় মাসব্যাপী এ বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন বাংলাশে সুপ্রিম পার্টির মুন্সীগঞ্জ জেলা সভাপতি শাহ মোহাম্মদ আব্দুল বারী।
কর্মসূচিতে অংশগ্রহণ করেন মুন্সীগঞ্জ প্রেস ক্লাবের তথ্য ও প্রচার সম্পাদক নয়া দিগন্তের জেলা প্রতিনিধি মো: আব্দুস সালাম, দফতর সম্পাদক মাসু রানা, হুমায়ুন কবির প্রমুখ।
এ সময় শাহ মোহাম্মদ আব্দুল বারী বলেন, জেলার সব উপজেলায় মাসব্যাপী এই বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হবে। পাঁচ হাজার ফলদ ও বনজ বৃক্ষ রোপণ করা হবে। জলবায়ু পরিবর্তন হয়ে পরিবেশ বিষাক্ত হয়ে গেছে। বৃক্ষ রোপণ করে পরিবেশের ভারসাম্য কিছুটা রক্ষা করা সম্ভব হবে বলে আশা করছেন তিনি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা