১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

টিএমএসএস মেডিক্যাল কলেজের এমবিবিএস প্রথম বর্ষের ওরিয়েন্টেশন

-

টিএমএসএস মেডিক্যাল কলেজ বগুড়ার এমবিবিএস-২০২৩-২৪ সেশনের প্রথম বর্ষের (১৬তম ব্যাচ) ওরিয়েন্টেশন প্রোগ্রাম গত বুধবার কলেজের প্রফেসর ডা: এ কে এম মাসুদুর রহমান সেমিনার হলে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া-৭ আসনের সংসদ সদস্য প্রফেসর ডা: মোস্তফা আলম নান্নু। বিশেষ অতিথি ছিলেন টিএমএসএস প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম। টিএমএসএস মেডিক্যাল কলেজ অধ্যক্ষ প্রফেসর ডা: জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- টিএমএসএস উপ-নির্বাহী পরিচালক ডা: মতিউর রহমান, ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ও পরিচালক (টিএমসি অ্যান্ড আরসিএইচ) ডা: জামিলুর রহমান ও চিকিৎসা শিক্ষা ডোমেইন প্রধান অধ্যাপক ডা: অনুপ রহমান চৌধুরী। এ ছাড়াও মেডিক্যাল কলেজের বিভিন্ন বিভাগের প্রধান, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা বক্তব্য রাখেন।


আরো সংবাদ



premium cement