১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ময়মনসিংহে মামলা তুলে না নেয়ায় ভাতিজাকে পিটিয়ে হত্যা

-

ময়মনসিংহ সদর উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে দায়ের করা মামলা তুলে না নেয়ায় ভাতিজা রমজান আলীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে চাচার বিরুদ্ধে। গতকাল বুধবার সকালে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। গত মঙ্গলবার দিবাগত রাতে প্রতিপক্ষরা তাকে লাঠি ও রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। রমজান আলী উপজেলার ঘাগড়া ইউনিয়নের পাড়াইল গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে।
রমজানের বড় ভাই মঈন উদ্দিন জানান, এক খণ্ড জমি নিয়ে তার বাবা মোসলেম উদ্দিন ও চাচা মজিবুর রহমানের মধ্যে বিরোধ চলে আসছিল। গত মঙ্গলবার মজিবুর রহমান ও অন্য আসামিরা আদালতে হাজিরা দিয়ে জামিনে বাড়িতে এসে মামলা তুলে না নিলে হত্যার হুমকি দেন। ওই দিন মধ্যরাতে রমজান আলী নিজের মাছের খামার থেকে বাড়ি ফিরছিলেন। পথে মজিবুর রহমানসহ ১০-১২ জন রমজান আলীকে লাঠি ও রড দিয়ে পিটিয়ে আহত করে। এ সময় তার বাবা মোসলেম উদ্দিন বাধা দিলে তাকেও কুপিয়ে আহত করা হয়। তাদের ডাক-চিৎকারে স্থানীয়রা ছুটে এলে মজিবুর রহমান ও তার লোকজন পালিয়ে যায়। স্থানীয়রা রমজান আলী ও তার বাবা মোসলেম উদ্দিনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বুধবার সকালে চিকিৎসাধীন অবস্থায় রমজান আলী মারা যান।
কোতয়ালি মডেল থানার ওসি মাইন উদ্দিন জানান, লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।


আরো সংবাদ



premium cement
রাজশাহীতে আরো ২ মামলায় গ্রেফতার সাবেক এমপি আসাদ স্কুলে ভর্তির লটারির ফল জানা যাবে যেভাবে বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে যারা কথা বলবে তাদের রুখে দিতে হবে : জাহিদ হোসেন পতিত স্বৈরশাসকের জন্য ভারত মায়াকান্না করছে ‘অপশক্তিকে রুখে দিয়ে দেশকে বাঁচাতে হবে’ বৈশ্বিক আর্থিক প্রতিষ্ঠানগুলো সংস্কারে জাতিসঙ্ঘ মহাসচিবের আহ্বান ফেনীতে মুক্তিপণ না দেয়ায় শিশু খুন, গ্রেফতার ৩ কিশোর ড. ইউনূসের সাথে এসএফও প্রতিনিধিদলের বৈঠক সিরিজ নিশ্চিত করতে চায় দক্ষিণ আফ্রিকা, সমতা লক্ষ্য পাকিস্তানের হালাল পণ্যের বাজার প্রসারে বাংলাদেশের সাথে কাজ করবে মালয়েশিয়া শমী কায়সারের জামিন স্থগিত

সকল