লালমনিরহাটে ২১ দিনেও খোঁজ মেলেনি শিশু আপনের
- লালমনিরহাট প্রতিনিধি
- ০৬ জুন ২০২৪, ০০:০৫
লালমনিরহাটে ২১ দিন ধরে নিখোঁজ মাদরাসার হিফ্জ শাখার চতুর্থ শ্রেণীর ছাত্র আলাউদ্দিন সরকার আপন (১২)। সদর থানায় জিডি করেও কোনো হদিস পাচ্ছে না তার পরিবার। আপনকে কি অপহরণ করা হয়েছে, নাকি নিখোঁজ হয়েছে এ নিয়ে দেখা দিয়েছে ধূম্রজাল।
গত মঙ্গলবার বেলা ১১টায় আপনের সন্ধান পেতে লালমনিরহাটের মিশন মোড়ে পরিবারের সদস্য ও এলাকাবাসী প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে মানববন্ধন করেছে। মানববন্ধন শেষে আপনকে ফিরে পেতে এলাকাবাসী জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি প্রদান করে। এ সময় আপনের বাবা জরিপ উল্লাহ সন্তানকে ফিরে পেতে হস্তক্ষেপ কামনা করেন।
লালমনিরহাট সদর উপজেলার হারাটি ইউনিয়নের মালিটারী তালিমুল কুরআন রহমানিয়া হাফিজিয়া মাদরাসা থেকে গত ১৫ মে আলাউদ্দিন সরকার আপন নিখোঁজ হয়। এ বিষয়ে থানায় জিডি করেন আপনের বাবা জরিপ উল্লাহ। জিডির পর পুলিশের পক্ষ থেকে কোনো সাড়া না পাওয়ায় নিজেরাই আপনকে খুঁজতে থাকে। কিন্তু দীর্ঘ ২১ দিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত আপনের কোনো খোঁজ পাওয়া যায়নি।
এ বিষয়ে লালমনিরহাট সদর থানার ওসি ওমর ফারুক বলেন, শিশুটি আসলে কোথায় আছে তার তদন্ত চলছে। সব জায়গায় ছেলেটির ছবিসহ সংবাদ পাঠানো হয়েছে। হয়তো শিগগিরই আমরা তাকে খুঁজে পাবো।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা