নয়া দিগন্তে সংবাদ প্রকাশের পর ক্লিনিক সিলগালা
- ডিমলা (নীলফামারী) সংবাদদাতা
- ০৬ জুন ২০২৪, ০০:০৫
নীলফামারীর ডিমলা উপজেলায় অনুমতিবিহীন ডিমলা স্কয়ার ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে প্রসবকালীন অস্ত্রোপচারের পর তাসলিমা আকতার তুলি (২২) নামে এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। তবে নবজাতক কন্যাসন্তান সুস্থ আছে। আর সে খবর নয়া দিগন্তে ‘ডিমলায় সিজারের পর প্রসূতির মৃত্যু’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হলে গত সোমবার সন্ধ্যায় অনুমোদনহীন ক্লি¬নিকটি সিলগালা করেন জেলার ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা: আবু হেনা মোস্তফা।
এ বিষয়ে নীলফামারীর ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা: আবু হেনা মোস্তাফা কামাল বলেন, লাইসেন্সবিহীন ও অনুমোদন না থাকায় ক্লিনিকটি সিলগালা করা হয়েছে। রোগী মৃত্যুর ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত টিম গঠন করা হয়েছে। রিপোর্ট অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।
উল্লেখ্য, গত ৩১ মে সকালে ওই হাসপাতালে তাসলিমার অস্ত্রোপচার হয়।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা