নাজিরপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক রমেন্দ্রনাথ মণ্ডল
- নাজিরপুর (পিরোজপুর) সংবাদদাতা
- ০৬ জুন ২০২৪, ০০:০৫
পিরোজপুরের নাজিরপুর উপজেলা পর্যায়ের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (স্কুল) নির্বাচিত হয়েছেন রমেন্দ্রনাথ মণ্ডল। জাতীয় শিক্ষা সপ্তাহ- ২০২৪ নাজিরপুর উপজেলায় মাধ্যমিক পর্যায়ে থেকে তিনি শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হন। তিনি উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়ন যুগল কৃষ্ণ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত আছেন।
রমেন্দ্রনাথ মণ্ডল উপজেলার সেখমাটিয়া ইউনিয়নের বুইচাকাঠি গ্রামের শ্রী কেশব লাল মণ্ডলের ছেলে। তিনি উপজেলার সিরাজুল হক সরকারি উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক ও নাজিরপুর কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন। এ ছাড়া তিনি বরিশাল বিএম কলেজ থেকে বিএ অনার্স এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে অ্যাকাউন্টিং বিষয়ের উপর স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেন।
রমেন্দ্রনাথ মণ্ডল জানান, ১৯৯৪ সালে সহকারী শিক্ষক হিসেবে যুগল কৃষ্ণ মাধ্যমিক বিদ্যালয়ে যোগদান করেন। এরপর ২০১৫ সাল থেকে প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা