১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

লালমোহনে অবৈধভাবে সরকারি খাল দখল করে ভবন নির্মাণ!

সরকারি খাল দখল করে নির্মাণ করা হচ্ছে ভবন : নয়া দিগন্ত -

ভোলার লালমোহন উপজেলার লর্ড হার্ডিঞ্জ ইউনিয়নের বটতলা বাজার (বেদমার পোল) সংলগ্ন বুড়ির দোন খালের সংযোগকারী তিনা গাজির খাল দখল করে বহুতল ভবন নির্মাণ করছেন ওই এলাকার ইলিয়াস দালাল নামের এক ব্যক্তি।
সরেজমিন জানা যায়, লর্ড হার্ডিঞ্জ ইউনিয়নের মেঘনা নদী থেকে বয়ে আসা সরু খালটি প্যায়ারীমোহন, অন্নদা প্রসাদ, ফাতেমাবাদ ও বটতলা হয়ে খালটি বেতুয়া নদীর সাথে সংযুক্ত হয়েছে। এ খালটি ওই অঞ্চলের কৃষকের (কৃষিকাজে) চাষাবাদের কাজে পানির প্রয়োজন ও নিষ্কাশনের জন্য খুবই গুরুত্ব বহন করে। এক কথায় কৃষকের প্রাণ বলা হয় খালটিকে। শুষ্ক মৌসুমে খালের দুই কূলের কৃষকরা পানি সেচের মাধ্যমে ইরি, বোরো ধান ও বিভিন্ন প্রকার সবজির চাষ করে আসছেন এমনকি বর্ষা মৌসুমে কৃষকরা জমিতে জমে থাকা অতিরিক্ত পানি নামিয়ে দেয়ার ব্যবস্থা করে থাকেন।
এলাকাবাসী জানান খালটি কৃষকসহ সবার প্রাণের সাথে মিশে আছে। এ খালের মাধ্যমে শত শত কৃষক স্বাবলম্বীও হয়েছেন বলে জানা যায়। কিন্তু এক সময়ের এ স্রোতস্বিনী খালটি অবৈধভাবে দখল করে বহুতল ভবন নির্মাণ করছেন ওই এলাকার প্রভাবশালী ইলিয়াস দালাল। এতে ওই এলাকার জনসাধারণ এবং কৃষকদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে।
স্থানীয় হোসেন, আলী আজগর ও মো: নুরে আলম নামে একাধিক বাসিন্দা বলেন খালটি অনেক পুরাতন, আমরা জানি এ খাল সরকারি তাই সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তারা যেন অবৈধ দখল থেকে এটি রক্ষা করে।
খাল দখলকারী অভিযুক্ত ইলিয়াস দালাল ওই খাল নিজের বলে দাবি করেন।
এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এহসানুল হক শিপন বলেন, আমাকে তথ্যসহ ভবন নির্মাণের ছবি ও ভিডিও দিন আমি আইনানুগ ব্যবস্থা নিবো।


আরো সংবাদ



premium cement
নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী নিহত বুদ্ধিজীবী স্মৃতিসৌধে বিএনপির শ্রদ্ধা ‘খুবই অস্বাস্থ্যকর’ বাতাস নিয়ে দূষণে শীর্ষে ঢাকা ‘মধ্যপ্রাচ্যকে নিজেদের অনুকূলে ঢেলে সাজানোর চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরাইল’ কাঁপছে চুয়াডাঙ্গা, তাপমাত্রা নামলো ৮ ডিগ্রিতে তালিবান মন্ত্রীর হত্যাকাণ্ডে আইএস-এর সম্প্রসারণ নিয়ে উদ্বেগ ভারতীয় সংবিধান লঙ্ঘন করে মোদী সরকার খুনি হাসিনাকে আশ্রয় দিয়েছে : ড. মাসুদ যুক্তরাষ্ট্র-চীন বিজ্ঞান ও প্রযুক্তিগত সমন্বয় গড়তে সংশোধিত চুক্তিতে স্বাক্ষর করলো দেশ গড়ার দ্বিতীয় সুযোগ যেন কোনোভাবেই নষ্ট না হয় : আসিফ নজরুল লেককে ভয়েস অব আমেরিকার পরিচালক করলেন ট্রাম্প এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হার পাকিস্তানের

সকল