১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`
উপজেলা নির্বাচন

রাঙ্গাবালীতে ‘আওয়ামী লীগের গৃহে বিভেদ’

-

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের রেশ না কাটতেই শুরু হচ্ছে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন। স্থানীয় সরকার পরিষদের এই নির্বাচনের মধ্যে দিয়ে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা ঘুচাতে চায় পুরনো ঘায়ের ব্যথা। এর কারণ দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মধ্য থেকে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নিয়েছিল পদধারী হেভিওয়েট নেতারা। এর ফলে দলীয় নেতাকর্মীরা ছিল বিভক্ত, তৈরি হয়েছে অভ্যন্তরীণ কোন্দল। যারা নৌকা প্রতীকের নির্বাচন পরিচালনা করেছিল তারা এখন মাঠ দাপিয়ে বেড়াচ্ছে আর স্বতন্ত্র প্রার্থীর পক্ষরা হয়েছে কোণঠাসা। এবার দলীয় প্রতীক দেয়া হয়নি। তাই দলের কোন্দল মেটাতে কাজ করেছে সরকারদলীয় স্বতন্ত্র উপজেলা চেয়ারম্যান প্রার্থীরা।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরে স্থানীয় সরকার নির্বাচন থেকেও বেঁকে বসেছে রাজনীতির মাঠে শক্ত প্রতিপক্ষ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। তাই আওয়ামী লীগের পদধারীরা একে অপরের চিরপ্রতিপক্ষ হয়েই স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করছেন। এতে জনসংযোগ, পথসভাসহ প্রচার-প্রচারণায় ঘটেছে হামলার ঘটনা। দলীয় নেতারাই নির্বাচনে অংশ নেয়ায় ‘আওয়ামী লীগের গৃহে বিভেদ’ বহমান রয়েছে। দলের নির্ভর সূত্রদ্বয় বলছে, হিংসা-বিদ্বেষ মিটিয়ে প্রবীণ আওয়ামী লীগকে একই সুতায় গেঁথেছে উপজেলা সাধারণ সম্পাদক মু: সাইদুজ্জামান মামুন।
পটুয়াখালীর রাঙ্গাবালীতে চেয়ারম্যান পদে তিন প্রার্থীই আওয়ামী লীগের। তারা হলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুজ্জামান মামুন (ঘোড়া), কেন্দ্রীয় উপকমিটির বন ও পরিবেশ বিষয়ক সদস্য বাশেদ (মোটরসাইকেল) ও আনারস প্রতীকের আরিফ বিন ইসলাম। এতে নেতাকর্মী-সমর্থকরা হয়েছেন বিভক্ত।
অভিযোগ করে কয়েকজন সমর্থক বলেন, সবশেষ সংসদ নির্বাচনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করায় এক অদৃশ্য নেতার বাহুশক্তি প্রদর্শনের কারণে আজ তিনি রাঙ্গাবালীর বাইরে। এ ধরনের অপরাজনীতি বন্ধ করে যোগ্যতা অনুযায়ী মূল্যায়ন করা দরকার। তা না হলে অচিরেই ভূঁইফোড়রা স্থানীয় নেতৃত্বকে গ্রাস করবে।
প্রার্থীদের বিরামহীন প্রচারণায় সাধারণ ভোটারদের খুব একটা আগ্রহ নজরে পড়েনি। সময় যতই ফুরায় ভোটের চিত্র তত ফুঁসে উঠছে। প্রার্থীদের মূল লক্ষ্য ভোটারদের ভোটকেন্দ্রমুখী করার।
জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্র বলছে, রাঙ্গাবালী উপজেলার ছয় ইউনিয়নে ৯০ হাজার ৭০০ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করতে পারবে।
এ ছাড়াও ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন, উপজেলা শ্রমিক লীগের সভাপতি রওশন মৃধা (চশমা), উপজেলা আওয়ামী লীগের সহ দফতর সম্পাদক সাদ্দাম হোসেন (টিউবওয়েল), উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান (তালা) ও রবিউল হাসান (উড়োজাহাজ) এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা ফেরদৌসী পারভীন (হাঁস), বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান মাতোয়ারা লিপি (কলস) ও নারগিস পারভীন (ফুটবল)।


আরো সংবাদ



premium cement
শিবচরে শহীদ আব্দুল কাদের মোল্লার ১১তম শাহাদাত বার্ষিকী পালন প্রাথমিকের শিক্ষকদের পদোন্নতির বিষয়ে যা বললেন হাসনাত আব্দুল্লাহ চট্টগ্রামে টিভি বিস্ফোরণে বসতঘর পুড়ে ছাই কুয়াকাটায় সাবেক মেয়রের দুর্নীতির বিরুদ্ধে বিএনপির সংবাদ সম্মেলন লক্ষ্মীপুরে যুবলীগের ২ নেতা গ্রেফতার বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টিকে নিবন্ধন দিতে হাইকোর্টের নির্দেশ নাতনিকে অপহরণে বাধা দেয়ায় নানিকে হত্যার অভিযোগ, আহত ২ ট্রাম্পের শপথ অনুষ্ঠানে চীনা প্রেসিডেন্টকে আমন্ত্রণ জয়কে অপহরণ ও হত্যার ষড়যন্ত্রের মামলায় দণ্ডিত বিএনপি নেতা মিজানুরের জামিন সাবেক ৫ এমপির স্ত্রী-সন্তানসহ বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ইউক্রেনে রাশিয়ার হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১০

সকল