১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

সিঙ্গাইরে আইনশৃঙ্খলাবাহিনীর সদস্য পরিচয়ে অপরাধ বাড়ছে

-

মানিকগঞ্জের সিঙ্গাইরে আইনশৃঙ্খলাবাহিনীর সদস্য পরিচয়ে বাড়ছে অপরাধপ্রবণতা। অন্য এলাকা থেকে এ উপজেলায় ঢুকে অপরাধ করেও পার পেয়ে যাচ্ছে তারা। শুধু আইনশৃঙ্খলাবাহিনীর পরিচয় থাকায় এদের বিরুদ্ধে নামমাত্র আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে। এতে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ছে।
জানা গেছে, গত শনিবার (১ জুন) সকালে উপজেলার জামসা এলাকা থেকে ৯৫ ভরি স্বর্ণালঙ্কার ছিনতাইয়ের ঘটনায় র‌্যাব-১-এর ডিএডি শামীমুজ্জামানসহ পাঁচজনকে আটক করে এলাকাবাসী। তার সাথে থাকা র‌্যাব পরিচয়দানকারী বাকি চারজন হচ্ছেন- সম্রাট মৃধা (২৮), আমেজ উদ্দিন (৫২), মিরাজুল শেখ (২৮) ও সুমন (১৯)। এদের বিরুদ্ধে ভুক্তভোগী স্বর্ণ ব্যবসায়ী সুমন হাওলাদার বাদি হয়ে থানায় মামলা করলেও র‌্যাব সদস্য শামীমুজ্জামানকে বাদ দিয়ে বাকি চারজনকে আদালতে প্রেরণ করা হয়।
এ বিষয়ে সিঙ্গাইর থানার ওসি জিয়ারুল ইসলাম বলেন, যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করেই র‌্যাব সদস্যকে তাদের সদর দফতরে পাঠানো হয়েছে। বাকি আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে গত ২৬ মে সন্ধ্যায় উপজেলার বাঘুলি পুলিশ তদন্ত কেন্দ্রের অদূরে জনৈক ইসমাইলের বাড়িতে পাঁচজন ডিবি পুলিশ পরিচয় দিয়ে অন্যের পাওনা টাকা তুলে দিতে গেলে এলাকাবাসী তাদের আটক করে পুলিশে সোপর্দ করে। পরে তাদের কাছ থেকে মুচলেকা নিয়ে থানা থেকে ছেড়ে দেয়া হয়।
গত ১৫ জানুয়ারি চান্দহর ইউনিয়নের শান্তিপুর বাজারের কম্পিউটার দোকানের সামনে থেকে ভোর সাড়ে ৪টার দিকে পুলিশ পরিচয় দিয়ে ঘোরাফেরার সময় সন্দেহ হলে পাঁচজনকে আটক করে শান্তিপুর-বাঘুলি তদন্ত কেন্দ্রের পুলিশ। এদের মধ্যে ডিএমপির মোটরযান শাখায় কর্মরত মোবারক নামের এক পুলিশ সদস্যও ছিলেন। ওই ঘটনায় পুলিশ বাদি হয়ে শুধু আরিফুর নামের একজনকে মামলা দিয়ে বাকিদের ছেড়ে দেয়া হয়। থানা পুলিশ অবশ্য তাদের কাছ থেকে পুলিশের ভুয়া আইডি কার্ড ও হাতকড়া উদ্ধার করে।
এর আগে গত ২ ডিসেম্বর সন্ধ্যায় পুলিশ পরিচয়ে উপজেলার চান্দহর ইউনিয়নের বাঘুলি উত্তরপাড়া মসজিদের সামনে থেকে উজ্জল সাহা (৩৬) নামের এক স্বর্ণ ব্যবসায়ীকে অপহরণ করে ৯৮ ভরি স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেয়া হয়। পরে রাত সাড়ে ১০টার দিকে উজ্জলকে টাঙ্গাইল জেলার করোটিয়া এটিএম টেক্সটাইল মিলের কাছ থেকে উদ্ধার করা হয়। এ ঘটনায় মামলা হলে জেলা গোয়েন্দা শাখা জড়িত এক পুলিশ সদস্যকে গ্রেফতার করে।
আইনশৃঙ্খলাবাহিনীর সদস্য পরিচয়ে একের পর এক অপরাধপ্রবণতা বৃদ্ধি পাওয়ায় সিঙ্গাইর উপজেলাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ছে। স্থানীয় বাসিন্দারা পুলিশের নজরদারি বাড়ানোর পাশাপাশি অপরাধীদেরকে আইনের আওতায় নিয়ে আসার জোর দাবি জানিয়েছেন।
এ ব্যাপারে সহকারী পুলিশ সুপার (সিঙ্গাইর সার্কেল) আবদুল্লাহ আল ইমরান বলেন, অপরাধীরা বিভিন্ন সময় আইনশৃঙ্খলাবাহিনীর পরিচয়ে অপরাধ করলেও প্রত্যেকটি ঘটনার সাথে জড়িতদেরকে আইনের আওতায় আনা হচ্ছে। এ ছাড়া পুলিশের সার্বক্ষণিক নজরদারি অব্যাহত রয়েছে বলেও তিনি জানান।


আরো সংবাদ



premium cement
নতুন সুযোগে বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই : মির্জা ফখরুল ‘জাতিকে মেধাশূন্য করতেই ১৪ ডিসেম্বরের বুদ্ধিজীবী হত্যাকাণ্ড’ দ্বিতীয় দফা অভিশংসনের মুখে ইউন সুক মহিপুরে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত আহত বেল্লাল স্বপ্ন দেখেন নতুন বাংলাদেশের আ’লীগ পাক বাহিনীর জুলুমের পুনরাবৃত্তি করেছে : শফিকুল আলম নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী নিহত বুদ্ধিজীবী স্মৃতিসৌধে বিএনপির শ্রদ্ধা ‘খুবই অস্বাস্থ্যকর’ বাতাস নিয়ে দূষণে শীর্ষে ঢাকা ‘মধ্যপ্রাচ্যকে নিজেদের অনুকূলে ঢেলে সাজানোর চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরাইল’ শৈত্যপ্রবাহে কাঁপছে চুয়াডাঙ্গা, তাপমাত্রা নামলো ৮ ডিগ্রিতে

সকল