নয়া দিগন্তে সংবাদ প্রকাশের পর গলাচিপায় তোলপাড়
- গলাচিপা (পটুয়াখালী) সংবাদদাতা
- ০৫ জুন ২০২৪, ০০:০৫
গত ২৫ মে নয়া দিগন্তের ৭ম পাতায় ‘গলাচিপা নির্বাচন অফিসের বিরুদ্ধে বিস্তর অভিযোগ’ শীর্ষক সংবাদ প্রকাশের পর গলাচিপায় তোলপাড় সৃষ্টি হয়েছে। এ নিয়ে অফিসপাড়ায় বইছে সমলোচনার ঝড়। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন মন্তব্য জানাচ্ছেন অনেকেই।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দক্ষিণপূর্ব উলানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অসিত কুমার শীল মন্তব্য করেন, ‘এবার এ অফিসে সবচেয়ে বেশি অনিয়ম হয়েছে। আর এ অনিয়মের পিছনে কিছু দালাল কারিগর কাজ করছে।’
প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা লিমা খানম মন্তব্য করেন, ‘নিজ উপজেলার শিক্ষকরা ট্রেনিং করেও ডিউটিতে নাম আসে নাই অথচ অন্য উপজেলার লোকজন ট্রেনিং না করেও ডিউটিতে অংশগ্রহণ করেছে।’
নজরুল ইসলাম মিলটন মন্তব্য করেন, ‘আর্থিক লাভের জন্য চরমভাবে অনিয়ম করে বিধিমালা তোয়াক্কা না করে নির্বাচনের দায়িত্ব দেয়া হয়েছে। অনেক সরকারি স্কুলের শিক্ষকদেরকে বঞ্চিত করে অনুমোদনহীন প্রতিষ্ঠানের লোকজনদের দায়িত্ব দেয়া হয়েছে। এ সব অনিয়মের সাথে সংশ্লিষ্টদের যথাযোগ্য শাস্তির ব্যবস্থা করা হোক।’
রতনদী তালতলী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সানাউল হক বলেন, ‘এত অনিয়ম হলে পিওন, কম্পিউটার অপারেটর, সিকিউরিটি গার্ডের কাছে হেরে তো যাবেই সাধারণ শিক্ষকরা।’
গলাচিপা উপজেলা নাগরিক কমিটির সাধারণ সম্পাদক শংকর লাল দাস জানান, উপজেলা নির্বাচন অফিসের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে অভিযোগের সত্যতা রয়েছে। তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা উচিত।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা