১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`
আচরণবিধি লঙ্ঘন

আলফাডাঙ্গায় নির্বাচনী ক্যাম্প ও বিলবোর্ড স্থাপন

-

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা পরিষদের নির্বাচনে এক চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে। এ ব্যাপারে রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে।
লিখিত ওই অভিযোগে বলা হয়, মোটরসাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী কাজী মনিরুল হক উপজেলার প্রত্যেক ইউনিয়ন ও পৌরসভার প্রত্যেকটি ওয়ার্ডে তিনটির অধিক নির্বাচনী ক্যাম্প স্থাপন করেছেন। এ ছাড়াও উপজেলাজুড়ে বিভিন্ন স্থানে বৃহত্তর আকৃতির বিলবোর্ড স্থাপন করেছেন, যা নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন। এতে নির্বাচনের নিরপেক্ষতা ও শান্তিপূর্ণ পরিবেশ লঙ্ঘিত হচ্ছে।
এ বিষয়ে চেয়ারম্যান প্রার্থী কাজী মনিরুল হকের বক্তব্য জানতে তার মোবাইলে যোগাযোগ করা হলেও মোবাইল বন্ধ পাওয়া যায়।
আলফাডাঙ্গা সহকারী রিটার্নিং কর্মকর্তা সারমীন ইয়াসমিন বলেন, এ উপজেলার দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে অভিযোগপত্রটি দেয়া হয়েছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য।


আরো সংবাদ



premium cement