১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`
উপজেলা নির্বাচন

৩৬ প্রার্থীর ২৩ জনই জামানত হারিয়েছেন

রানীনগর-আত্রাই উপজেলা
-

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে নওগাঁর রাণীনগর ও আত্রাই উপজেলায় গত ২৯ মে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এ দুই উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতাকারী মোট ৩৬ জন প্রার্থীর মধ্যে জামানত হারিয়েছেন ২৩ জন প্রার্থী। এর মধ্যে রাণীনগর উপজেলায় ১৪ জন এবং আত্রাই উপজেলার নয়জন প্রার্থী। নির্বাচনী বিধি অনুযায়ী প্রদত্ত ভোটের সর্বনিন্ম ১৫% ভোটেরও কম ভোট পাওয়ায় জামানত হারিয়েছেন এ প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা।
রাণীনগর উপজেলা নির্বাচন কর্মকর্তা সাদ্দাম হোসেন এবং আত্রাই উপজেলা নির্বাচন কর্মকর্তা ফেরদৌস আলম বলেন, নির্বাচন বিধিমালা অনুযায়ী চেয়ারম্যান পদে প্রতি প্রার্থীকে এক লাখ এবং ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৭৫ হাজার টাকা করে মনোনয়নপত্র দাখিলের সময় জামানত হিসেবে নির্বাচন কমিশনের অনুকূলে জমা দিতে হয়েছে।
সূত্রমতে, রাণীনগর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে মোট নয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। উপজেলার আটটি ইউনিয়নে মোট এক লাখ ৬২ হাজার পাঁচজন ভোটারের মধ্যে ৬৭ হাজার ৫৬৬ জন ভোটাধিকার প্রয়োগ করেছেন। এতে পরাজিত প্রার্থীদের জামানত ফেরত পাবার ক্ষেত্রে প্রদত্ত ভোটের ১৫% হিসেবে প্রয়োজন ১০ হাজার ১৩৪ ভোট। কিন্তু গোলাম রাব্বানী (মোটরসাইকেল) পেয়েছেন ২,৭২৪ ভোট, আসাদুজ্জামান (টেলিফোন) পেয়েছেন ২,৩৬৬, ইয়াকুব আলী প্রামাণিক (হেলিকপ্টার) ১,৪৯২, মীর মোয়াজ্জেম হোসেন (শালিক) ২৫০, সরদার আব্দুল মালেক (দোয়াত-কলম) ৪৯৪ এবং সুজিত চন্দ্র সাহা (গোড়া) পেয়েছেন ৯,২৪১ ভোট। ফলে এ ছয়জন প্রার্থী জামানত হারিয়েছেন। এ পদে কাপ-পিরিচ প্রতীকে রাহিদ সরদার মোট ২৩ হাজার ৪৬৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন সাতজন প্রার্থী। এর মধ্যে প্রদ্যুত কুমার প্রামাণিক নির্বাচিত হয়েছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী জামানত হারিয়েছেন। এ পদে রুমা বেগম নির্বাচিত হয়েছেন।
আত্রাই উপজেলায় চেয়ারম্যান পদে আটজন প্রতিদ্বন্দ্বিতা করেন। উপজেলায় এক লাখ ৭০ হাজার ১৫২ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ৭৩ হাজার ২৪৮ জন। এতে পরাজিত প্রার্থীদের জামানত ফেরতে ১০ হাজার ৯৮৭ ভোটের প্রয়োজন। কিন্তু মমতাজ বেগম (কাপ-পিরিচ) পেয়েছেন ২,৩৯৯ ভোট, আক্কাছ আলী প্রামাণিক (মোটরসাইকেল) ৮,১১৮, আলমগীর হোসেন (আনারস) ৯,৪৭৭, মহাতাব উদ্দীন (দোয়াত-কলম) ৩১৮, একরামুল বারী (হেলিকপ্টার) ৯,২১৯ এবং ঘোড়া প্রতীকে সনত কুমার প্রামাণিক পেয়েছেন ৫,৫১৪ ভোট। ফলে এ ছয়জন প্রার্থীই জামানত হারিয়েছেন। এ পদে বর্তমান চেয়ারম্যান এবাদুর রহমান কৈ মাছ প্রতীকে ২১ হাজার ৪৮৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন মোট তিনজন প্রার্থী। এ পদে জামানত হারিয়েছেন, আব্দুর রাজ্জাক। আর ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন হাফিজুল শেখ। মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন মোট চারজন প্রার্থী। এ পদে ফেরদৌসী ইয়াসমীন চৌধুরী নির্বাচিত হয়েছেন।


আরো সংবাদ



premium cement
পুলিশকে আক্রমণ : তাহেরীসহ ১৫ জনের নামে মামলা, গ্রেফতার ৩ টানা জয়ে শীর্ষে রংপুর, প্রত্যাবর্তনের ম্যাচে শান্তর ৮০ ইনসাফভিত্তিক নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চায় জামায়াত : রেজাউল করিম টি-টোয়েন্টি সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে হারাতে চান সৌম্য ইসরাইল-ফিলিস্তিন সংকটে দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধানে সমর্থন ইতালির আবাহনীকে হারিয়ে শীর্ষে মোহামেডান ভারতকে ‘অসহযোগী’ দেশ ঘোষণা যুক্তরাষ্ট্রের ট্রাফিক আইন লঙ্ঘন : ডিএমপিতে ২ দিনে ১৭৯৯ মামলা কোরআনের সমাজ প্রতিষ্ঠায় আমরা কাজ করে যাচ্ছি : নূরুল ইসলাম বুলবুল বিআরটি করিডোরে বিআরটিসির এসি বাস সার্ভিস চালু হচ্ছে রোববার বাংলাদেশে বিজেপির হিন্দুত্ববাদের বিকাশ ঘটছে!

সকল