ওসির সুসজ্জিত গাড়িতে কনস্টেবলের বিদায়
- ঘিওর (মানিকগঞ্জ) সংবাদদাতা
- ০৩ জুন ২০২৪, ০০:০০
মানিকগঞ্জের দৌলতপুর থানায় ওসির সুসজ্জিত গাড়িতে করে এক পুলিশ সদস্যের অবসরজনিত বিদায়ী সংবর্ধনা জানানো হয়েছে। দীর্ঘ ৪০ বছর চাকরিকাল সম্পন্ন করে এমন রাজসিক সম্মানের বিদায়ী সংবর্ধনা পেয়ে কনস্টেবল খোরশেদ আলম আনন্দে আপ্লুত হয়ে পড়েন। গতকাল রোববার দৌলতপুর থানা থেকে তিনি অবসর গ্রহণ করেন।
বিদায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার আদিত্য। এ সময় তাকে সম্মাননা স্মারকসহ নানা উপহার সামগ্রী প্রদান করা হয়। শেষে ওসির সুসজ্জিত গাড়িতে কনস্টেবল খোরশেদ আলমকে পুলিশের মোটরসাইকেল বহরসহ দৌলতপুরে তার নিজ গ্রামের বাড়ি পৌঁছে দেয়া হয়।
এ বিষয়ে দৌলতপুর থানার ওসি সুমন কুমার আদিত্য বলেন, একজন পুলিশ সদস্য দীর্ঘ ৪০ বছর সৎ এবং নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন। এটা পুলিশ বাহিনীর জন্য একটা বিশাল প্রাপ্তি। এ কারণে তাকে আমার ব্যবহৃত গাড়িতে করে এবং মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে সসম্মানে তার বাড়িতে পৌঁছে দেয়া হয়।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা