মেঘনায় জোরপূর্বক জমি দখল ও মারধরের অভিযোগ
- মেঘনা (কুমিল্লা) সংবাদদাতা
- ০২ জুন ২০২৪, ০১:১২
কুমিল্লার মেঘনায় উপজেলার লুটেরচর গ্রামের দক্ষিণ পাশে মেঘনা-হোমনা হাইওয়ে থেকে শ্যামলীমা প্রজেক্ট পর্যন্ত একটি বেসরকারি প্রতিষ্ঠানের রাস্তার কাজ চলাকালে গত বৃহস্পতিবার (৩০ মে) সেখানে জোরপূর্বক জমি দখল ও মারামারির অভিযোগ পাওয়া গেছে। এ জায়গা নিয়ে দীর্ঘদিন যাবত কুমিল্লার দাউদকান্দি সিনিয়র সহকারী জজ আদালতে মুক্তার হোসেন বাদি হয়ে তিনজনের নাম উল্লেখ করে একটি দেওয়ানি মামলা দায়ের করেন। বাদি আইনি লড়াইয়ে কুমিল্লার লাকসাম সিনিয়র জজ আদালত থেকে গত ২৯ মে একটি অস্থায়ী নিষেধাজ্ঞা নিয়ে আসেন।
কিন্তু কোর্টের এ আদেশ অমান্য করে চলছে শ্যামলীমা সমবায় সমিতির লিমিটেডের রাস্তার কাজ। মামলাধীন মোট ১১৪ শতক ভূমির উপর মামলাটি এখনো চলমান।
সরজমিনে গিয়ে দেখা যায়, ভুক্তভোগীদের অভিযোগ স্থানীয় প্রভাবশালীরা জোরপূর্বক তাদের ব্যক্তি মালিকানা জমি দখল করে রাস্তা নির্মাণ করছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রেনু দাস বলেন, আমি সরজমিনে গিয়ে খাসজমি নির্ধারণ করে ঊর্র্ধ্বতন কর্মকর্তাকে বিষয়টি জানিয়েছি এবং খাস জমির বাইরে কাজ না করার নির্দেশ দিয়েছি।