১৬ ডিসেম্বর ২০২৪, ১ পৌষ ১৪৩০, ১৩ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

মাধবদীতে লোডশেডিং ও ভুতুড়ে বিল থেকে বাঁচতে মানববন্ধন

-

শিল্প কারখানা বাঁচাও, মাধবদী বাঁচাও- এ স্লেøাগানকে সামনে রেখে নরসিংদীর মাধবদীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার বাদ জুমা বড় মসজিদ রোডে ‘সচেতন নাগরিক মহল মাধবদী’র ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় তারা জানান, শুধুমাত্র বিদ্যুৎ বিপর্যয়ের কারণে উৎপাদন ব্যাহত হওয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন নরসিংদীর টেক্সটাইল মালিক ও শ্রমিকরা। একই সাথে লোকসানের মুখে পড়ছেন জেলার বিদ্যুৎনির্ভর বিভিন্ন ক্ষুদ্র ও কুটিরশিল্প মালিক ও ব্যবসায়ীরা।
লোডশেডিংমুক্ত বিদ্যুৎ চাই, লোডশেডিং ও ভুতুড়ে বিলের অভিশাপ থেকে মুক্তি চাই, বিদ্যুতের অনিয়ম থেকে বাঁচতে, নিয়মিত বিদ্যুৎ চাই, প্রধানমন্ত্রীর ঘোষণা মোতাবেক শতভাগ বিদ্যুৎ চাই- এসব দাবির কথা জানিয়ে অর্ধশতাধিক প্লেকার্ড হাতে নিয়ে দাঁড়িয়ে এ মানববন্ধনে অংশ নেন বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ও শিল্প মালিক এবং ব্যবসায়ীরা।
টেক্সটাইল শিল্প মালিকরা জানান, দেশীয় বস্ত্রের চাহিদার প্রায় ৭০ ভাগ উৎপাদন হয় নরসিংদী জেলার টেক্সটাইল ও বস্ত্রশিল্পগুলো থেকে। টানা ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ না থাকায় জেলার ছোট-বড় প্রায় ২০ হাজার শিল্পকারখানায় উৎপাদন ব্যাহত হচ্ছে। এতে অন্তত ২০০ কোটি টাকার ক্ষতি হচ্ছে বলে জানান তারা। সেই সাথে উৎপাদন করতে না পারায় মজুরি বঞ্চিত হচ্ছেন লাখো শ্রমিক।
এ মানববন্ধনে সচেতন নাগরিক মহল মাধবদীর পক্ষে বক্তব্য রাখেন, মর্নিংসান ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা মফিজুল ইসলাম, থানা প্রেস ক্লাবের সভাপতি আল-আমিন সরকার, ব্যবসায়ী মো: রায়হান প্রমুখ।
নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-১ কর্তৃপক্ষ জানান, জাতীয় গ্রিডে সমস্যার কারণ দেখিয়ে দিনে ১০-১২ ঘণ্টা লোডশেডিং দিতে হচ্ছে।


আরো সংবাদ



premium cement