বরিশাল মহানগর পূজা উদযাপন পরিষদের কমিটি গঠন
- বরিশাল ব্যুরো
- ০২ জুন ২০২৪, ০১:১০
বরিশালে ভানু লাল দে সভাপতি ও গোপাল চন্দ্র সাহাকে সাধারণ সম্পাদক করে মহানগর পূজা উদযাপন পরিষদের ৮১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। নগরীর জেলা শিল্প কলা একাডেমিতে গত শুক্রবার বিকেলে সংগঠনের দ্বিবার্ষিক সম্মেলন শেষে এ কমিটি ঘোষণা করেন সংগঠনের কেন্দ্রীয় নেতারা। এর আগে রাখাল চন্দ্র দে ও মানবেন্দ্র বটব্যালকে আজীবন গুণিজন সম্মাননা দেয়া হয়।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বরিশাল সদর আসনের সংসদ সদস্য ও পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক। এ সময় আরো উপস্থিত ছিলেন বরিশাল সিটি মেয়র আবুল খায়ের আবদুল্লাহ খোকন সেরনিয়াবাত। সম্মেলন উদ্বোধনী বক্তৃতা দেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি বাসুদেব ধর।
বিশেষ অতিথি ছিলেন, বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পংকজ দেবনাথ, কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য বলরাম পোদ্দার, পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় সহসভাপতি হীরেন্দ্রনাথ সমাজদার হিরু ও তাপস কুমার পাল ও ডিবিসি নিউজের এডিটর প্রণব সাহা। প্রধান বক্তা ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা