বগুড়ায় নির্বাচন থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন ভোটাররা
আমরা একদলীয় শাসনে চলে গেছি : সুজন- আবুল কালাম আজাদ বগুড়া অফিস
- ০১ জুন ২০২৪, ০০:০০
চলমান ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপেও কেন্দ্রে ভোটার উপস্থিতি বাড়েনি। নির্বাচন কমিশনের পক্ষ থেকে বারবার প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থীদের ভোটার উপস্থিতি বাড়ানোর তাগিদ দেয়া হলেও তা সফল হচ্ছে না। এর অন্যতম কারণ হিসেবে প্রার্থী ও তার কর্মীরা মনে করছেন বিগত তিনটি জাতীয় সংসদ নির্বাচন, উপজেলা পরিষদ নির্বাচন, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দলের অংশগ্রহণ না করা এবং ভোটারদের নিরাপত্তা অভাবসহ ভোটের অনুকূল পরিবেশ না থাকা। সে কারণে নির্বাচন থেকে অধিকাংশ ভোটার মুখ ফিরিয়ে নিয়েছেন। ফলে ভোটার উপস্থিতি হতাশাজনক।
বগুড়া জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, গত বুধবার তৃতীয় ধাপের উপজেলা নির্বাচনে বগুড়া সদর উপজেলায় সর্বনিম্ন ১৯ দশমিক ৭৪ শতাংশ, শিবগঞ্জ উপজেলায় ২৫ দশমিক ৫০ এবং শাজাহানপুর উপজেলায় সর্বোচ্চ ৪৫ দশমিক ৪৪ শতাংশ ভোট পড়েছে। এর আগে প্রথম ধাপে জেলার সোনাতলা উপজেলা পরিষদ নির্বাচনে সর্বনিম্ন ১৭ শতাংশ ভোট কাস্ট হয়েছিল। বিশ্লেষকদের অভিমত, ভোটের প্রতি ভোটারদের আস্থা ফেরাতে না পারলে ভোটার উপস্থিতি বাড়বে না। আস্থা ফেরাতে রাজনৈতিক ঐকমত্য দরকার।
এ প্রসঙ্গে সুশাসনের জন্য নাগরিক (সুজন) বগুড়া জেলা শাখার সম্পাদক হুমায়ুন ইসলাম তুহিন বলেন, আমরা একদলীয় শাসনে চলে গেছি। নির্বাচনে একটি দল ছাড়া অন্য দলের কোনো প্রতিদ্বন্দ্বী নেই। কেন্দ্রে ভোটার বাড়াতে হলে সরকারি দলের উচিত বিরোধী দল ও সুশীল সমাজের সাথে বর্তমান অবস্থা থেকে উত্তরণে উপায় খুঁজে বের করা। নইলে ভোটের প্রতি মানুষের আস্থা ফিরবে না।
এ দিকে তিন উপজেলায় চেয়ারম্যান পদে সদরে বগুড়া জেলা যুবলীগের সভাপতি শুভাশীষ পোদ্দার লিটন, শিবগঞ্জে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তা এবং শাজাহানপুরে বর্তমান চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু নির্বাচিত হয়েছেন। বুধবার রাতে এ ফলাফল ঘোষণা করা হয়।
ফলাফল অনুযায়ী বগুড়া সদরে নির্বাচিত হয়েছেন- শুভাশীষ পোদ্দার লিটন আনারস প্রতীকে ৩৫ হাজার ৭৭১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বর্তমান চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক ঘোড়া প্রতীকে পেয়েছেন ২৪ হাজার ১৮৫ ভোট এবং বগুড়া জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সুলতান মাহমুদ খাঁন রনি মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ২১ হাজার ৫৩৬ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে তহমিনা আকতার নির্বাচিত হয়েছেন। এ ছাড়া রিটার্নিং অফিসার অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা সৈয়দ আবু ছাইদের ভুলের কারণে ভাইস চেয়ারম্যান পদের ব্যালটের আইসক্রিম প্রতীকের সাথে প্রার্থীকে বরাদ্দ দেয়া প্রতীকের ছবির সাথে মিল না থাকায় ওই পদে ভোট গ্রহণ স্থগিত করে আগামী ৫ জুন আবার ভোট গ্রহণের নতুন সময় ঘোষণা করা হয়েছে। সেই সাথে রিটার্নিং অফিসারকে তার দায়িত্ব থেকে অব্যাহিত দেয়া হয়েছে।
শিবগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তা আনারস প্রতীক নিয়ে ৭৭ হাজার ১০৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী ফিরোজ আহম্মেদ রিজু মোটরসাইকেল প্রতীক নিয়ে ৫৭ হাজার ৮০৬ ভোট পেয়েছেন। এ উপজেলায় ভাইস চেয়ারম্যান শাহনেওয়াজ বিপুল এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক জান্নাতি আক্তার টুম্পা নির্বাচিত হয়েছেন।
শাজাহানপুর উপজেলা পরিষদ নির্বাচনে বর্তমান চেয়ারম্যান সোহরাব হোসেন ছান্নু ৫২ হাজার ৯৫৫ ভোট পেয়ে আবার বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বগুড়া জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাজেদুর রহমান সাহীন পেয়েছেন ৪১ হাজার ৯০৫ ভোট। এ ছাড়া ভাইস চেয়ারম্যান পদে আবদুল মজিদ এবং নারী ভাইস চেয়ারম্যান পদে পাপিয়া সুলতানা বিজয়ী হয়েছেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা