১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ভেড়ামারায় জটিল রোগে আক্রান্তদের অনুদান প্রদান

-

কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের সংসদ সদস্য কামারুল আরেফিনের উপস্থিতিতে সমাজসেবা অধিদফতরের উদ্যোগে ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোক, প্যারালাইসিস, থ্যালাসেমিয়া ও জন্মগত হৃদরোগসহ নানা জটিল ও কঠিন রোগে আক্রান্ত রোগীদের সাহায্যে জনপ্রতি ৫০ হাজার টাকা করে অনুদানের চেক প্রদান করা হয়েছে।
গত বুধবার সকালে ভেড়ামারা উপজেলা পরিষদ কমপ্লেক্সের কনফারেন্স কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে মোট ১২ জন সুবিধাভোগীর মধ্যে এই অনুদানের চেক বিতরণ করা হয়। সংসদ সদস্য আলহাজ কামারুল আরেফিনের হাত থেকে রোগীরা তাদের জন্য বরাদ্দকৃত চেক গ্রহণ করেন।

চেক প্রদান সভায় ভেড়ামারা থানার ওসি জহুরুল ইসলাম, ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীমুল ইসলাম ছানা, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও ভেড়ামারা সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ আবদুর রাজ্জাক রাজা, ধরমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল হক, বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল রানা পবন, মোকারিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুস সামাদ, জুনিয়াদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসানুজ্জামান হাসানসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

 


আরো সংবাদ



premium cement