১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`
উপজেলা নির্বাচন

তৃতীয় ধাপে বিজয়ী হলেন যারা

-

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে তৃতীয় ধাপে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিতদের আংশিক তালিকা দেয়া হলো।
কুমিল্লার ৪ উপজেলার ৩টিতে স্থানীয় এমপির স্বজনদের বিজয়
কুমিল্লা প্রতিনিধি জানান, কুমিল্লার চার উপজেলার মধ্যে তিনটিতে নির্বাচিত হয়েছেন স্থানীয় এমপি পরিবারের স্বজনরা। এর বাইরে জয়ী হয়েছেন একজন। তিনি বুড়িচং উপজেলার বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আখলাক হায়দার। অপর দিকে ব্রাহ্মণপাড়ায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন কুমিল্লা-৫ আসনের এমপি এম এ জাহেরের আপন ভাইয়ের ছেলে আবু তৈয়ব অপি। মুরাদনগরে কুমিল্লা-৩ আসনের এমপি জাহাঙ্গীর আলম সরকারের ছেলে ড. আহসানুল আলম সরকার কিশোর। দেবীদ্বারে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন কুমিল্লা-৪ আসনের এমপি আবুল কালাম আজাদের ছোট ভাই মামুনুর রশিদ।

নাগরপুরে নতুন রেকর্ড সাবেক এমপির ছেলে সালমান শামসের
নাগরপুর (টাঙ্গাইল) সংবাদদাতা জানান, টাঙ্গাইলের নাগরপুর উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়ে ভিন্ন রেকর্ড গড়েছেন ব্যারিস্টার কে এম সালমান শামস। তিনি টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সাবেক এমপি ও মুক্তিযুদ্ধ সময়কালে গঠিত সশস্ত্র গেরিলা বাহিনী বাতেন বাহিনীর প্রধান মরহুম বীর মুক্তিযোদ্ধা খন্দকার আবদুল বাতেনের ছেলে। তিনি টানা ১৫ বছর নাগরপুর উপজেলার নির্বাচিত চেয়ারম্যান আব্দুছ ছামাদ দুলালকে প্রায় ১৬ হাজার ভোটের ব্যবধানে হারিয়ে ভিন্ন রেকর্ড গড়েছেন।

ভাঙ্গা উপজেলায় বিজয়ী হলেন যারা
ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা জানান, ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী-যুবলীগের প্রেসিডিয়াম সদস্য বিশিষ্ট ব্যবসায়ী কাওছার ভুইয়া (দোয়াত-কলম) ৬২,৮৭২ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক ছাত্রলীগ নেতা মোকলেছুর রহমান সুমন (ঘোড়া) পেয়েছেন ৫১,৩৩০ ভোট। এ ছাড়া ভাইস-চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন এ বি এম ইব্রাহীম খলিল। মহিলা ভাইস-চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মুন্জুয়ারা ইয়াসমিন।

দেলদুয়ারের চেয়ারম্যান মারুফ
দেলদুয়ার (টাঙ্গাইল) সংবাদদাতা জানান, টাঙ্গাইলের দেলদুয়ারে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লায়ন এম শিবলী সাদিককে হারিয়ে দ্বিতীয়বারের মতো ২৯,২৯৭ ভোটে নির্বাচিত হয়েছেন ইঞ্জিনিয়ার মাহমুদুল হাসান মারুফ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী লায়ন এম শিবলী সাদিক পেয়েছেন ১৮,৯৫৪ ভোট। এ ছাড়া ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মশিউর রহমান হৃদয় ও মহিলা ভাইস চেয়ারম্যান নাহিদা সুলতানা পলি।

উখিয়া আ’লীগ সভাপতি জাহাঙ্গীর কবির জয়ী
উখিয়া (কক্সবাজার) সংবাদদাতা জানান, উখিয়ায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ নেতা আবুল মনসুর চৌধুরীকে ১২,৬৬৯ ভোটের ব্যবধানে হারিয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হন তিনি। এ ছাড়া ভাইস-চেয়ারম্যান পদে সাংবাদিক রাসেল চৌধুরী ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে শাহীনা আক্তার বিজয়ী হয়েছেন।

শ্রীমঙ্গলের চেয়ারম্যান ভানু লাল রায়
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) সংবাদদাতা জানান, মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দ্বিতীয়বারের মতো ৪২,৬৬৯ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ও উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ভানু লাল রায়। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা আছকির মিয়া। এ ছাড়া ভাইস চেয়ারম্যান পদে উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রাজু দেব রিটন ও মহিলা ভাইস-চেয়ারম্যান পদে হাজেরা খাতুন বিজয়ী হয়েছেন। তারা সবাই আওয়ামী লীগ ঘরানার।
সাদুল্লাপুরে রেজা বিজয়ী
সাদুল্লাপুর (গাইবান্ধা) সংবাদদাতা জানান, গাইবান্ধায় রেজাউল করিম রেজা ৩০ হাজার ২১৭ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শাহ মো: ফজলুল হক রানা পেয়েছেন ২৯ হাজার ৫৯০ ভোট। ভাইস চেয়ারম্যান পদে মোন্তেজার রহমান চঞ্চল এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে আকতার বানু লাকী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

সিরাজদিখানে আওলাদ হোসেন শ্রীনগরে মাহবুব উল্লাহ চেয়ারম্যান
মুন্সীগঞ্জ প্রতিনিধি জানান, মুন্সীগঞ্জের সিরাজদিখানে আওলাদ হোসেন মৃধা ৪৬ হাজার ১৯০ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মঈনুল হাসান ৪২ হাজার ১৮ ভোট পেয়েছেন। এ ছাড়া ভাইস চেয়ারম্যান পদে মীর মোশারফ হোসেন সুমন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে তাহমিনা আক্তার তুহিন বিজয়ী হন।
মুন্সীগঞ্জের শ্রীনগরে মুন্সীগঞ্জ জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান ও কোলাপাড়া ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগ সভাপতি এম মাহবুব উল্লাহ কিসমত ৫৭ হাজার ২৩১ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি বর্তমান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মসিউর রহমান মামুনকে সাত হাজার ৫৯১ ভোটের ব্যবধানে পরাজিত করেছেন। ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট কামরুল হাসান এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে সামছুন নাহার সুমি।

দাগনভূঞায় চতুর্থবারের মতো চেয়ারম্যান হলেন দিদার
দাগনভূঞা (ফেনী) সংবাদদাতা জানান, ফেনীর দাগনভূঞায় টানা চতুর্থবারের মত বিজয়ী হয়েছেন জেলা যুবলীগের সভাপতি দিদারুল কবির রতন। এক লাখ ১৭ হাজার ১৫৮ ভোট পেয়েছেন তিনি। তার নিকটতম প্রার্থী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বিজন ভৌমিক পেয়েছেন তিন হাজার ১৬৬ ভোট। এ ছাড়া ভাইস চেয়ারম্যান পদে মহিউদ্দিন হায়দার ও বিনা প্রতিদ্বন্দ্বিতায় মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি রাবেয়া আক্তার রাবু নির্বাচিত হয়েছেন।

নোয়াখালীর ৩ উপজেলায় যারা বিজয়ী হলেন
নোয়াখালী অফিস জানায়, নোয়াখালী সদর উপজেলায় নোয়াখালী জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সাবেক সদস্য ও বর্তমান উপজেলা চেয়ারম্যান এ কে এম সামছুদ্দিন জেহান। তিনি পেয়েছেন ৪৭ হাজার ৫৯০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থক এম এইচ শওকত রেজা চৌধুরী আরমান পেয়েছেন ৩৬ হাজার ৭৭৬ ভোট। বেগমগঞ্জে চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাহেদ শাহরিয়ার ৩৬ হাজার ৭৮৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক সাখাওয়াত হোসেন আজিম আনারস প্রতীকে পেয়েছেন ২৯ হাজার ৭২৫ ভোট। কোম্পানীগঞ্জে চেয়ারম্যান পদে নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য গোলাম শরীফ চৌধুরী পিপুল ৪৮ হাজার ১৬৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজান নুর রহমান বাদল পেয়েছেন ১৮ হাজার ৮৬৯ ভোট।

কলারোয়া আমিনুল ইসলাম লালটু চেয়ারম্যান
কলারোয়া (সাতক্ষীরা) সংবাদদাতা জানান, সাতক্ষীরার কলারোয়া উপজেলায় দ্বিতীয় বারের মতো ৪৭হাজার ৮৪ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হলেন আওয়ামী লীগ নেতা আমিনুল ইসলাম লালটু। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ নেতা এস এম আলতাফ হোসেন লালটু পেয়েছেন ৪২ হাজার ৭৪১ ভোট। এ ছাড়া ভাইস চেয়ারম্যান পদে ইমরান হোসেন ও মহিলা ভাইস চেয়ারমান সেলিনা আনোয়ার ময়না নির্বাচিত হয়েছেন।

রানীনগরে রাহিদ এবং আত্রাইয়ে এবাদুর রহমান
রানীনগর (নওগাঁ) সংবাদদাতা জানান, নওগাঁর রাণীনগর উপজেলায় সাবেক এমপি আনোয়ার হোসেন হেলালের ছেলে উপজেলা আওয়ামী লীগের সদস্য রাহিদ সরদার ২৩ হাজার ৪৬৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আসাদুজ্জামান পেয়েছেন ১৪ হাজার ৫৪৮ ভোট। এ ছাড়া রাণীনগরে ভাইস চেয়ারম্যান পদে প্রদ্যুত কুমার প্রামানিক ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে রুমা বেগম নির্বাচিত হন। আত্রাই উপজেলায় বর্তমান চেয়ারম্যান ও আত্রাই উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এবাদুর রহমান ২১ হাজার ৪৮৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী আজিজার রহমান পেয়েছেন ১৩ হাজার ৮৭৯ ভোট। আত্রাই উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে হাফিজুল শেখ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফেরদৌসী ইয়াসমিন চৌধুরী বিজয়ী হয়েছেন।

গুরুদাসপুরের চেয়ারম্যান আহম্মদ আলী মোল্লা
গুরুদাসপুর (নাটোর) সংবাদদাতা জানান, নাটোরের গুরুদাসপুরে চেয়ারম্যান বিজয়ী হয়েছেন আহম্মদ আলী মোল্লা। তিনি পেয়েছেন ২০,৩৫৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আতিয়ার রহমান পেয়েছেন ১৯,৯০৩ ভোট। এ ছাড়া ভাইস-চেয়ারম্যান পদে শরিফুল ইসলাম শরিফ ও মহিলা ভাইস-চেয়ারম্যান পদে সাহিদা আক্তার মিতা বিজয়ী হয়েছেন।

শিবগঞ্জে চেয়ারম্যান হলেন মোস্তাফিজার রহমান
সোনাতলা (বগুড়া) সংবাদদাতা জানান, বগুড়ার শিবগঞ্জে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তা ৭৭,১০৪ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফিরোজ আহমেদ রিজু পেয়েছেন ৫৭,৮০৬ ভোট। ভাইস-চেয়ারম্যান পদে শাহনেওয়াজ এবং মহিলা ভাইস-চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন জান্নাতী আক্তার।

ডামুড্যায় আব্দুর রশিদ গোলন্দাজ, গোসাইরহাটে মোশারফ হোসেন সরদার
শরীয়তপুর প্রতিনিধি জানান, শরীয়তপুরের ডামুড্যায় চেয়ারম্যান প্রার্থী আব্দুর রশিদ গোলন্দাজ ২৪,০৯৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আলমগীর মাঝি পেয়েছেন ১৩,৭১৫ ভোট। ভাইস চেয়ারম্যান পদে বি এম সাত্তার এবং মহিলা ভাইস-চেয়ারম্যান শাহনাজ আক্তার বিজয়ী হয়েছেন। গোসাইরহাট উপজেলায় চেয়ারম্যান পদে মোশারফ হোসেন সরদার ২০,১৮৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাসুদ আলম পেয়েছেন ১৪,৩৯৩ ভোট। ভাইস-চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমদাদ হোসেন বাবলু আর মহিলা ভাইস চেয়ারম্যান আফসানা লিপি বিজয়ী হয়েছেন।

দ্বিতীয়বারের মতো শায়েস্তাগঞ্জে আব্দুর রশিদ তালুকদার চেয়ারম্যান
শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) সংবাদদাতা জানান, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার টানা দ্বিতীয়বারের মতো ১৫,৩০০ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুর রশিদ তালুকদার ইকবাল। ২০১৯ সালের নির্বাচনে তিনি প্রথমবার শায়েস্তাগঞ্জ উপজেলার প্রথম চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ নেতা আতাউর রহমান মাসুক পেয়েছেন ১১,৭৫৯ ভোট।

তাড়াইলে জহিরুল ইসলাম ভূঁইয়া শাহীন বিজয়ী
তাড়াইল (কিশোরগঞ্জ) সংবাদদাতা জানান, কিশোরগঞ্জের তাড়াইলে চেয়ারম্যান পদে দু’জন প্রতিদ্বন্দ্বিতা করেন। তাদের মধ্যে বর্তমান উপজেলা চেয়ারম্যান ও জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম ভূঁইয়া শাহীন ৩৯,৯০৩ ভোট পেয়ে নির্বাচিত হন। অপর প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন লাকী পেয়েছেন ৩২,৪৫২ ভোট। ভাইস-চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন গোলাপ মিয়া এবং মহিলা ভাইস-চেয়ারম্যান বিলকিস রহমান।

আত্রাইয়ে চতুর্থবারের মতো চেয়ারম্যান হলেন এবাদুর রহমান প্রামানিক
আত্রাই (নওগাঁ) সংবাদদাতা জানান, নওগাঁর আত্রাইয়ে ২১,৪৭৬ ভোট পেয়ে চতুর্থবারের মতো চেয়ারম্যান হয়েছেন এবাদুর রহমান প্রামানিক। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আজিজুর রহমান পলাশ পেয়েছেন ১৩,৪৭৮ ভোট। এ ছাড়া ভাইস চেয়ারম্যান পদে দ্বিতীয় বারের মতো নির্বাচিত হয়েছেন শেখ মো: হাফিজুল। আর মহিলা ভাইস-চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন নতুন মুখ ফেরদৌসী ইয়াসমিন চৌধুরী।


আরো সংবাদ



premium cement
‘দেশের সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প নেই’ পাটখাতে সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে : পাট উপদেষ্টা তিউনিসিয়ায় নৌকাডুবি : ৩ দিন সাগরে ভেসে ছিল শিশুটি বিএসএমএমইউ’র ভিসিকে অবরুদ্ধ করে স্নাতকোত্তর কোর্সে ঢোকার চেষ্টা ১৩ চিকিৎসকের অস্ট্রেলিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী শিক্ষক নিহত ডিজিটাল যুগে ইসলামিক শিক্ষার প্রয়োজনীয়তা ও চ্যালেঞ্জ থার্টি ফার্স্ট নাইটে আতশবাজি ও ফানুস নিষিদ্ধ রিজার্ভ বেড়ে এক হাজার ৯০০ কোটির ঘরে এবার শীত কম হবে, নাকি বেশি জনগণের হয়রানি রোধে জমির ডিজিটাল জরিপ করা হচ্ছে : মহাপরিচালক ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় অটোরিকশাচালক নিহত

সকল