১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

মিরসরাইয়ে ইউপি সদস্য মামুন বরখাস্ত

-

নানা অপরাধে জড়িত মিরসরাই উপজেলার মিরসরাই সদর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের সদস্য আব্দুল্লাহ আল মামুন সাময়িক বরখাস্ত হয়েছেন।
ইতোপূর্বে তিনি অপরাধের কারণে জেলও খেটেছেন। সর্বশেষ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের ইউপি-১ শাখার এক প্রজ্ঞাপনে ইউপি সদস্য আব্দুল্লাহ আল মামুনকে অপরাধমূলক কার্যক্রম ইউনিয়ন পরিষদসহ জনস্বার্থের পরিপন্থী বিবেচনায় স্থানীয় সরকার স্বীয় পদ হতে সাময়িক বরখাস্ত করা হয়।
এ বিষয়ে মিরসরাই উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা জেরিন বলেন, ইউপি সদস্য আব্দুল্লাহ আল মামুনকে তার পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে অপরাধমূলক কার্যক্রম ইউনিয়ন পরিষদসহ জনস্বার্থের পরিপন্থী বিবেচনায় তাকে বরখাস্ত করা হয়।


আরো সংবাদ



premium cement