১১ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ৮ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ধামরাই-কালামপুর সড়কের মরা গাছগুলো এখন মৃত্যুর ফাঁদ

-

ঢাকার ধামরাই-কালামপুর আঞ্চলিক সড়ক যেন মৃত্যুর ফাঁদে পরিণত হয়েছে। ধামরাই পৌরসভার আইঙ্গন এলাকার সুষম অটো রাইস মিল সড়কসংলগ্ন রাস্তার ধারে এই গাছগুলো একসময়ে তরতাজা ছিল। পরে গাছগুলোর সামনে পৌরসভার ময়লা ফেলায় স্থানটি এখন ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। ফলে ময়লার গ্যাসে মরে গিয়ে মৃত্যুর ফাঁদ হয়ে এখনো রাস্তায় দাঁড়িয়ে আছে মরা গাছগুলো কয়েক মাস ধরে। এতে এই গাছগুলো থেকে যেকোনো সময়ে ডালপালা ভেঙে যানবাহন ও পথচারীদের গায়ে পড়ে যেকোনো বড় দুর্ঘটনা ঘটতে পারে।
এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে বলেন, এটা দেখার কেউ নেই। অথচ এই সড়ক দিয়েই কোনো না কোনো প্রশাসনের কর্মকর্তা বা জনপ্রতিনিধিরা যাতায়াত করে থাকেন। এলাকাবাসী উপজেলা বন বিভাগের দৃষ্টি আকর্ষণ করে বলেন, এখন ঝড় বৃষ্টির দিন, যেকোনো সময়ে মরা গাছ পড়ে দুর্ঘটনা ঘটতে পারে। তাই এই মরা গাছগুলো কেটে মানুষকে বিপদের হাত থেকে রক্ষার দাবি জানান।


আরো সংবাদ



premium cement