গোয়ালন্দে সাপ আতঙ্কে চরাঞ্চলের মানুষ
এক মাসে ৩ ব্যক্তির মৃত্যু- মেহেদুল হাসান আক্কাছ গোয়ালন্দ (রাজবাড়ী)
- ৩০ মে ২০২৪, ০০:০৫
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা ও পার্শ¦বর্তী ফরিদপুর সদর উপজেলার চরাঞ্চলে কৃষক ও স্থানীয়দের মধ্যে রাসেল ভাইপার সাপ আতঙ্ক বিরাজ করছে।
স্থানীয়রা জানান, উপজেলার উজানচর, দৌলতদিয়া ও ফরিদপুর সদর উপজেলার নর্থচ্যানেল এবং মমিন খাঁর হাট ইউনিয়নের চরাঞ্চল এলাকায় রাসেল ভাইপার সাপ আতঙ্কে মানুষ নির্বিঘেœ মাঠে কাজ করতে পারছে না।
গত সোমবার দুপুরে শামীম শেখ (২২) নামে এক যুবককে রাসেল ভাইপার সাপে কামড় দিলে তাকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার তার মৃত্যু হয়। শামীম ফরিদপুর সদর উপজেলার নর্থচ্যানেল ইউনিয়নের গোলজার মণ্ডলের ডাঙ্গী গ্রামের মমিন শেখের ছেলে। তার পরিবারের লোকজন জানান, শামীম সোমবার নৌকা টেনে ডাঙায় তোলার সময় সাপ তার পায়ে কামড় দেয়। এ নিয়ে গত এক মাসে ওই একই এলাকায় সাপের কামড়ে তিন ব্যক্তি মারা গেলেন।
গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের দেবীপুর গ্রামের কৃষাণী ময়না বেগমকে (২৪) কয়েক দিন আগে মাঠে কর্মরত অবস্থায় সাপে কামড় দিলে তার মৃত্যু হয়। এর কয়েক দিন আগে নর্থচ্যানেল ইউনিয়নের গোলজার মণ্ডলের ডাঙ্গীর ইউনুছ শেখের ছেলে সাইদুর রহমান (৪০) ও সাপের কামড়ে মারা যান।
এ ছাড়া গত সপ্তাহে উজানচর ইউনিয়নের শ্রীধাম দত্তপাড়া লেকপার এলাকার তোরাপ আলীকে (৬৫) সাপে কামড় দেয়। তাকে স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দিলে তিনি সুস্থ হন। এ বিষয়ে ওই হাসপাতালের আরএমও ডা: শরিফুল ইসলাম বলেন, রাসেল ভাইপার অত্যন্ত বিষাক্ত সাপ। তবে আতঙ্কিত হওয়ার কিছু নেই। আমাদের কাছে যথেষ্ট পরিমাণ এন্টিভেনম ইনজেকশন রয়েছে। সাপে কাটার পর সময় মতো চিকিৎসা দিতে পারলে রোগী বেঁচে যাবে।
উজানচর ইউপি চেয়ারম্যান গোলজার হোসেন মৃধা বলেন, সাপের বিষয়টি উপজেলা আইনশৃঙ্খলা কমিটিতে উত্থাপিত হয়েছিল। কাউকে সাপে কাটলে সাথে সাথে হাসপাতালে নেয়ার পরামর্শ দেন তিনি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা