১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

মাগুরায় হত্যা মামলার আসামি গ্রেফতার দাবিতে মানববন্ধন

মাগুরা প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে স্থানীয়রা : নয়া দিগন্ত -

মাগুরার চাঞ্চল্যকর জোড়া খুনের আসামিদের গ্রেফতার ও বিচার দাবিতে বিক্ষোভ মিছিল এবং মানববন্ধন করেছে নিহতের পরিবার ও এলাকাবাসী।
মামলার পাঁচ মাস পার হলেও হত্যার রহস্য উদ্ঘাটন না হওয়ায় গতকাল বুধবার দুপুরে মাগুরা প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচিতে বক্তব্য দেন, ইমদাদুল হক ক্যাপ্টেন, মামলার বাদি আবুল কালাম, নিহতের স্ত্রী আলেয়া খাতুন ও ছোট ভাই আব্দুল্লাহ। বক্তারা অভিযোগ করেন, আসামিরা প্রকাশ্যে এলাকায় ঘোরাঘুরি করলেও পুলিশ অজ্ঞাত কারণে নিষ্ক্রিয়। উল্টো আসামিরা নিহতের পরিবারকে নানা ভয়ভীতি প্রদর্শন করছে।
মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার কালিমুল্লাহ জানান, পানিঘাটার দুই সহোদর সবুজ ও হৃদয় হত্যার এজাহার ভুক্ত চার আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। একজন আসামি এরই মধ্যে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে। অন্যান্য আসামিদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে এবং তদন্ত চলছে।
উল্লেখ্য, গ্রাম্য সামাজিক দলাদলিকে কেন্দ্র করে ২০২৩ সালের ৩০ ডিসেম্বর রাতে মাগুরার মহম্মদপুর উপজেলার নহাটা ইউনিয়নের পানিঘাটা গ্রামের সবুজ মোল্যা ও তার আপন ভাই হৃদয় মোল্যাকে বাড়ি থেকে ডেকে নিয়ে গলা কেটে হত্যা করে প্রতিপক্ষ।


আরো সংবাদ



premium cement