১১ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ৮ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

কেশবপুরে ছাগলের দৌড় প্রতিযোগিতা

-

কেশবপুর উপজেলার আটন্ডা যুবসমাজের উদ্যোগে ছাগলের দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ৩০ জন ছাগলমালিক তাদের পোষা ছাগল নিয়ে এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। পাঁচ ধাপে প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার হিসেবে দেয়াল ঘড়ি, সাবান, বই, খাতা ও কলম দেয়া হয়। এলাকায় এ ধরনের ব্যতিক্রমধর্মী প্রতিযোগিতাকে ঘিরে শত শত মানুষের আগমন ঘটে।
গত ২৪ মে অনুষ্ঠানের আয়োজক কমিটির সভাপতি হাসিবুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সমাজসেবক ফেরদৌস রহমান। ছাগলের দৌড় প্রতিযোগিতা দেখতে আসা উপজেলা শ্রীফলা গ্রামের সোহেল রানা বলেন, এবারই প্রথম ছাগলের দৌড় প্রতিযোগিতা দেখলাম। খুবই ভালো লেগেছে। উপজেলার লক্ষ্মীনাথকাটি গ্রামের সাঈদুর রহমান বলেন, মানুষকে বিনোদন দেয়ার জন্য এমন আয়োজন একটি ভালো উদ্যোগ।
প্রতিযোগিতায় সাইফুল্লাহ ইসলামের ছাগল প্রথম, আব্দুর রহিমের ছাগল দ্বিতীয় ও রিফাত হোসেনের ছাগল তৃতীয় স্থান অধিকার করে। বিজয়ী ছাগলের মালিকদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। প্রথম পুরস্কার দেয়া হয় একটি দেয়াল ঘড়ি। পর্যায়ক্রমে সাবান, বই, খাতা ও কলম পুরস্কার হিসেবে দেয়া হয়।


আরো সংবাদ



premium cement