কলাপাড়ায় সৈকত থেকে মৃত হরিণ উদ্ধার
- কলাপাড়া (পটুয়াখালী) সংবাদদাতা
- ৩০ মে ২০২৪, ০০:০৫
পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকত থেকে একটি মৃত হরিণ উদ্ধার করা হয়েছে। গত মঙ্গলবার রাতে সৈকতের জিরো পয়েন্ট থেকে হরিণটি উদ্ধার করে মাটি চাপা দেয় বন বিভাগের লোকজন। প্রাণিকল্যাণ ও পরিবেশবাদী স্থানীয় সংগঠন অ্যানিমেল লাভারস অব পটুয়াখালীর কুয়াকাটা দলের সদস্য কে এম বাচ্চু বলেন, খবর পেয়ে তাঁরা কয়েকজন দ্রুত ঘটনাস্থলে গিয়ে মৃত হরিণটি উদ্ধার করে।
ঘূর্ণিঝড় রেমালের প্রভবে প্রায় ৩০ ঘণ্টা ধরে জোয়ার ও জলোচ্ছ্বাসের পানিতে নিমজ্জিত ও ঝড়ে বিধ্বস্ত সুন্দরবনের বিভিন্ন স্থানে মিলেছে বন্যপ্রাণীর মৃতদেহ। উচ্চ জোয়ারের পানি সুন্দরবনের গহিনে উঠে যাওয়ায় হরিণগুলো সাঁতরে কূলে উঠতে না পারায় মারা গেছে বলে ধারণা বন বিভাগের।
বন বিভাগের মহিপুর রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। এরপর হরিণটির মৃতদেহ উদ্ধার করে মঙ্গলবার রাত ১০টার দিকে মাটি চাপা দিয়েছি।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা