০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১, ৬ রজব ১৪৪৬
`

রেমালে মারা যাওয়া শিশুর পরিবারের পাশে প্রশাসন

-

ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে রামগঞ্জ উপজেলার চণ্ডিপুর ইউনিয়নের দক্ষিণ চাঙ্গিরগাঁও গ্রামের দেবুর বাড়িসংলগ্ন সমসে উদ্দিন পাটোয়ারী বাড়ির বৃদ্ধ লুৎফর রহমানের বসতঘর চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায় শিশু নিষ্পা (৭)। একই ঘটনায় আহত হন নিষ্পার নানী হোসনে আরা বেগম। গত সোমবার রিমালের তাণ্ডবে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।
খবর পেয়ে গতকাল মঙ্গলবার সকালে রামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শারমিন ইসলাম ঘটনাস্থলে গিয়ে তিনি ক্ষতিগ্রস্ত পরিবারকে দুই বান্ডিল ঢেউটিন, নগদ ২৬ হাজার টাকা ও শুকনো খাবার দেন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দিলিপ দে, স্থানীয় ইউপি চেয়ারম্যান শামছুল ইসলাম সুমন প্রমুখ।
নির্বাহী অফিসার শারমিন ইসলাম জানান, লক্ষ্মীপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সুরাইয়া জাহানের তত্ত্বাবধানে জেলা ও উপজেলা প্রশাসন ক্ষতিগ্রস্ত পরিবারটিকে সর্বাত্মক সহযোগিতা করবে। এ ছাড়া আহত বৃদ্ধার চিকিৎসায় সবধরনের সহযোগিতা করবে রামগঞ্জ উপজেলা প্রশাসন।

 


আরো সংবাদ



premium cement