১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ঝিকরগাছায় স্বাভাবিক প্রসবসেবা জোরদারকরণ কর্মশালা

-

ঝিকরগাছায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে সার্বক্ষণিক স্বাভাবিক প্রসবসেবা জোরদারকরণবিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার সকালে এমসিএইচ-সার্ভিস ইউনিটের ব্যবস্থাপনা ও উপজেলা পরিবার পরিকল্পনা অধিদফতরের আয়োজনে পূর্বাশা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য দেন, যশোরের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক রফিকুল হাসান। এ ছাড়াও বক্তব্য দেন, এফপিসিএসটিকিউআইটির জেলা কনসালট্যান্ট ডা: চন্দ্র শেখর কুণ্ডু, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শহিদুল ইসলাম তরফদার প্রমুখ।
উপজেলা নির্বাহী অফিসার নারায়ণ চন্দ্র পালের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান মনিরুল ইসলাম, যশোর পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক কাজী ফারুক হোসেন, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা: নাজমুছ সাদিক। স্বাভাবিক প্রসবের প্রয়োজনীতার ওপর আলোচনা করেন, ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার ও এমসিএন-এর উপ-পরিচালক ডা: জিনাত সুলতানা।
এ সময় উপস্থিত ছিলেন- পরিবার পরিকল্পনা অধিদফতরের উপ-পরিচালক কাজী হারুণ অর রশীদ, সহকারী উপ-পরিচালক ডা: সাবিহা কবির, গাইনি কনসালট্যান্ট ডা: জেসমিন সুলতানা প্রমুখ।


আরো সংবাদ



premium cement