১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

দীর্ঘ ২ যুগেও এমপিওভুক্ত হয়নি মলমগঞ্জ মডেল কলেজ

-

জামালপুরের ইসলামপুরে দীর্ঘ ২৪ বছরেও এমপিওভুক্ত হয়নি পার্থশী ও কুলকান্দী ইউনিয়নের মলমগঞ্জ মডেল কলেজটি। ফলে প্রতিষ্ঠানটির ২৫ জন শিক্ষক-কর্মচারী মানবেতর জীবন যাপন করছেন। ইতোমধ্যে কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আব্দুর রশিদ, প্রভাষক মামুনুর রশীদ ও অফিস সহকারী হাসানুজ্জামান হিটলার এমপিওভুক্তির আশায় থাকতে থাকতে মারা গেছেন।
জানা যায়, যমুনার তীরবর্তী কুলকান্দী ও পার্থশী পাশাপাশি দু’টি ইউনিয়নের ছেলেমেয়েদের উচ্চশিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার জন্য মলমগঞ্জ এলাকায় ২০০১ সালে এ কলেজটি প্রতিষ্ঠা করা হয়। কলেজটিতে একাদশ ও দ্বাদশ শ্রেণীতে ৩৫১ ছাত্রছাত্রী পড়া লেখা করছেন। ২০২২ সালে এই কলেজ থেকে ৬০ জন ছাত্রছাত্রী এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে চয়জন জিপিএ ৫ সহ শতভাগ পাস করে। ২০২৩ সালে ১৯০ জন ছাত্রছাত্রী পরীক্ষায় অংশ নিয়ে সাতজন জিপিএ ৫ সহ ৯২ শতাংশ পাস করেছে। এ বছর ১৮০ জন ছাত্রছাত্রী এইচএসসি পরীক্ষায় অংশ নেয়ার কথা রয়েছে।

পর্দাথবিজ্ঞানের প্রভাষক মোখলেছুর রহমান আক্ষেপ করে বলেন, বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা নিয়ে শিক্ষকতাকে বেছে নিয়েছিলাম। ২০০১ সালে যোগদান করে বিনা বেতনে এখনো আছি। পরিবার-পরিজন নিয়ে অত্যন্ত মানবেতর জীবন যাপন করছি।
বাংলা বিভাগের প্রধান প্রভাষক জি এফ নুরুন নেছা শাহীন জানান, আগামী বছর অবসরে যাবো। আমার ভাগ্যে আর এমপিওভুক্তির সম্ভাবনা নেই।
অধ্যক্ষ ছামিউল আলম বলেন, কলেজটি এমপিওভুক্ত না হওয়ায় ১৮ জন শিক্ষক ও সাতজন কর্মচারীসহ ২৫ জন শিক্ষক-কর্মচারী বিনা বেতনে চাকরি করে পরিবার-পরিজন নিয়ে চরম মানবেতর জীবন যাপন করছেন। তিনি বলেন, প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আব্দুর রশিদের মৃত্যুর পর ২০১৯ সালে এই কলেজে অধ্যক্ষ হিসেবে যোগদান করেছি। তিনি সরকারের কাছে বিশেষ কোটায় সফল এই শিক্ষাপ্রতিষ্ঠানটির এমপিওভুক্তির দাবি জানান।

 


আরো সংবাদ



premium cement

সকল