রামগতিতে শেষ হলো ৩ দিনের মহিষ খামারি প্রশিক্ষণ
- রামগতি (লক্ষ্মীপুর) সংবাদদাতা
- ২৮ মে ২০২৪, ০০:০০
লক্ষ্মীপুরের রামগতি উপজেলা প্রাণিসম্পদ দফতর ও ভেটেরিনারি হাসপাতাল কার্যালয়ে অনুষ্ঠিত ‘বিজ্ঞানভিত্তিক মহিষ পালন ও খামার ব্যবস্থাপনা’ শীর্ষক তিন দিনের মহিষ খামারী প্রশিক্ষণ গতকাল সোমবার শেষ হয়েছে।
‘মহিষ গবেষণা ও উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের অর্থায়নে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআই) এই প্রশিক্ষণ বাস্তবায়ন করেন। এর আগে গত শনিবার প্রধান অতিথি হিসেবে এই প্রশিক্ষণের উদ্বোধন করেন, মহিষ গবেষণা ও উন্নয়ন প্রকল্পের মহাপরিচালক ড. এস এম জাহাঙ্গীর হোসেন। এ সময় উপস্থিত ছিলেন, মহিষ গবেষণা ও উন্নয়ন প্রকল্পের পরিচালক ড. গৌতম কুসার দেব, রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ আমজাদ হেসেন, প্রকল্পের বৈজ্ঞানিক কর্মকর্তা ইফতেখার আলম সরকার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: নজরুল ইসলাম, রামগতি প্রেস ক্লাব সভাপতি রেজাউল হক প্রমুখ।
প্রশিক্ষণে রামগতি উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৫০ জন খামারি অংশ নেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা