১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

জীবননগরে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

-

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার শাখারিয়া গ্রামে আপন দুই বোন পানিতে ডুবে মারা গেছে। গত শনিবার দুপুরে এ ঘটনা ঘটে। মৃতরা হলো- উপজেলার সীমান্ত ইউনিয়নের শাখারিয়া গ্রামের রাজু আহম্মেদের মেয়ে তাবাসসুম (৮) ও রিতু (৭)। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মৃতদের বাবা রাজু বলেন, আমার দুই মেয়ে দুপুরে কাউকে কিছু না জানিয়ে আমার বাড়িসংলগ্ন নিজাম উদ্দিনের পুকুরে গোসল করতে যায়। দীর্ঘক্ষণ ধরে ফিরে না আসায় আমরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করতে থাকি। পরে ওই পুকুরের পানিতে আমার দুই মেয়ের লাশ ভেসে উঠে।
সীমান্ত ইউপি চেয়ারম্যান মিল্টন মোল্যা বলেন, ঘটনাটি মর্মান্তিক। কিভাবে ডুবে মারা গেছে, তা পরিষ্কার নয়। জীবননগর থানার ওসি এস এম জাবিদ হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রকৃতপক্ষে মেয়ে দু’টি পানিতে ডুবে মারা গেছে কি না খতিয়ে দেখা হচ্ছে।


আরো সংবাদ



premium cement