১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

লালপুরে জমি নিয়ে সংঘর্ষ : আহত ৫

-

নাটোরের লালপুরে জমিজমা নিয়ে দ্বন্দ্বের জেরে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ পাঁচজন আহত হয়েছেন। গত শুক্রবার সকালে উপজেলার চংধুপইল ইউনিয়নের পূর্ব পোকন্দা গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন, একই এলাকার মৃত মহাসীনের ছেলে আব্দুর রহিম (৪০), তার স্ত্রী শেফালী বেগম (৩৬) ও তার বোন মুর্শিদা (৩০)। অপর পক্ষের আহতরা হলেন, মজনু মণ্ডলের ছেলে আলম (৪০) ও আব্দুস সালাম (৪২)।
স্থানীয়রা জানায়, দীর্ঘ দিন ধরে জমিজমা নিয়ে আব্দুল হামিদের সাথে আব্দুস সালামের বিরোধ চলে আসছিল। এর জেরে শুক্রবার সকালে দুই পক্ষের কথাকাটাকাটির একপর্যায়ে দেশী হাঁসুয়া নিয়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। স্থানীয়রা আহত পাঁচজনকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের তিনজনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করেন।


আরো সংবাদ



premium cement