নাঙ্গলকোটে বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু
- নাঙ্গলকোট (কুমিল্লা) সংবাদদাতা
- ২৬ মে ২০২৪, ০০:০৫
কুমিল্লার নাঙ্গলকোট পৌর বাজারের জাকের সুপার মার্কেটের কাপড় ব্যবসায়ী জুলহাস মজুমদার (৩০) বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত হয়েছেন। গত শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার দৌলখাঁড় ইউনিয়নের কান্দাল গ্রামে নিজের বাড়িতে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। জুলহাস কান্দাল গ্রামের হানিফ মজুমদারের ছেলে। কান্দাল গ্রামের সাবেক ইউপি সদস্য আইয়ুব আলী মজুমদার বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, জুলহাস নিজের ঘরের আইপিএস মেরামত করার জন্য একজন ইলেকট্রিশিয়ানকে খবর দেন। কিন্তু ইলেকট্রিশিয়ান আসতে দেরি হওয়ায় তিনি নিজেই আইপিএস মেরামত করতে যান এবং অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হন। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা