১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

আমতলীতে সম্পত্তির লোভে জামাতার হাতে হীরণ গাজী খুন হন

-


বরগুনার আমতলী উপজেলার নাচনাপাড়া গ্রামের চাঞ্চল্যকর হীরণ গাজী হত্যা মামলার ক্লু উদঘাটন করেছে ডিবি পুলিশ। মামলার তিন নম্বর সাক্ষী হীরণ গাজীর ছোট জামাতা ইমরান সরদারকে গ্রেফতার করেছে পুলিশ। ইমরান সম্পত্তির লোভে শ্বশুর হীরণকে ছুরিকাঘাতে হত্যার কথা ১৬১ ধারায় পুলিশের কাছে স্বীকার করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১১ এপ্রিল রাতে আমতলী ইউপি চেয়ারম্যান প্রার্থী আবুল বাশার নয়ন মৃধার লোকজন ভোট চাইতে গেলে অপর চেয়ারম্যান প্রার্থী মোতাহার উদ্দিন মৃধার সমর্থক হীরণ গাজী বাধা দেয়। এর জেরে ওই রাতেই হীরণকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। এ ঘটনায় হীরণের স্ত্রী তাসলিমা বেগম বাদি হয়ে আমতলী থানায় চেয়ারম্যান প্রার্থী আবুল বাশারকে প্রধান আসামি করে ১৬ জনের নামে হত্যা মামলা দায়ের করেন। প্রধান আসামি আবুল বাশার জেলে রয়েছে।

ঘটনার এক মাস পরে গত ১১ মে ডিবি পুলিশ মামলার ৩ নম্বর সাক্ষী ইমরানকে গ্রেফতার করে। এ হত্যাকাণ্ডে ইমরান ও তার বড় ভাই মিলনসহ সাতজন অংশ নেয়। নির্বাচনকে পুঁজি করে হীরণ গাজীকে হত্যা করে। পরে হীরণের প্রতিপক্ষের লোকজন হত্যা করেছে বলে চালিয়ে যায় এবং তাদের নামে হত্যা মামলা দায়ের করে।
বরগুনা ডিবি পুলিশের এসআই মোশাররফ হোসেন বলেন, মামলার তিন নম্বর সাক্ষী হীরণ গাজীর জামাতা ইমরানকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়। পরে ইমরান ১৬১ ধারায় হত্যাকাণ্ডের মূল রহস্য স্বীকার করে। তিনি আরো বলেন, শ্বশুরের সম্পত্তি দখল করতেই ইমরান তার পরিবারের লোকজন নিয়ে পরিকল্পিতভাবে শ্বশুরকে হত্যা করে।


আরো সংবাদ



premium cement
অভিশংসিত হলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট দক্ষিণ সিরিয়া থেকে আরো রুশ সেনা প্রত্যাহার পূর্ব সুদানের বেশিভাগ বাস্তুচ্যুত পরিবার খাদ্যাভাবে রয়েছে ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির কেন্দ্রীয় নেতার ‘শূন্য পাঁচ’ কর্মসূচি ঘোষণা সিরিয়া যাচ্ছেন কাতারের প্রতিনিধিদল ভারত কখনো চায়নি বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াক : মিয়া গোলাম পরওয়ার ‘উৎপাদনের জন্য কৃষি পণ্য ও উপকরণ সহজলভ্য এবং সিন্ডিকেট ভেঙে দিতে হবে’ পলিথিনে মোড়ানো নবজাতকের লাশ! আপনাকে ধরে এনে বিচার করা হবে : মোবারক হোসেন কালীগঞ্জে ইসকন নিষিদ্ধের দাবিতে উলামা পরিষদের বিক্ষোভ নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করে সরে যাবো : পররাষ্ট্র উপদেষ্টা

সকল