মোহনগঞ্জে ঘোড়া নিয়ে প্রচারণা, কারণ দর্শানোর নোটিশ
- নেত্রকোনা প্রতিনিধি
- ২৫ মে ২০২৪, ০০:০০
নেত্রকোনার মোহনগঞ্জে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে জীবন্ত ঘোড়া নিয়ে প্রচারণার দায়ে উপজেলা চেয়ারম্যান প্রার্থী শহীদ ইকবালকে কারণ দর্শানোর নোটিশ করা হয়েছে। গত বুধবার সহকারী রিটার্নিং অফিসার জহিরুল হক এ নোটিশ দেন।
আগামী ২৯ মে নেত্রকোনার মোহনগঞ্জ, মদন ও খালিয়াজরি তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। উপজেলা চেয়ারম্যান প্রার্থী শহীদ ইকবাল আচারনবিধি লঙ্ঘন করে তিনি প্রতীক হিসেবে জীবন্ত ঘোড়া নিয়ে প্রচারণা চালান। এতে ভোটরদের মধ্যে প্রভাব ফেলায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের অভিযোগের প্রেক্ষিতে শহীদ ইকবালকে মৌখিকভাবে এমন প্রচারণা বন্ধের জন্য বলা হলেও প্রচারণা অব্যাহত থাকায় শেষে লিখিতভাবে কারণ দর্শানোর জন্য নোটিশ দেয়া হয়।
চেয়ারম্যান প্রার্থী শহীদ ইকবাল সত্যতা স্বীকার করে বলেন, আমার অজান্তে কর্মীরা এমনটা করেছে। অভিযোগ পাওয়ার পর এমন প্রচারণা বন্ধ করে দেয়া হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা