১১ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ৮ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

শ্রীনগরে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ নেতা সমর দত্তের মুক্তির দাবিতে বিক্ষোভ

-

মুন্সীগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সহসাধারণ সম্পাদক ও শ্রীনগর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক সমর দত্তের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হয়েছে।
গতকাল শুক্রবার সকালে শ্রীনগর প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচির আয়োজন করে শ্রীনগর উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ এবং যুব ও ছাত্র ঐক্য পরিষদ। সমর দত্ত শ্রীনগর উপজেলা কমিউনিস্ট পার্টির সভাপতির দায়িত্বে থাকায় মুন্সীগঞ্জ জেলা কমিউনিস্ট পার্টির নেতারাও কর্মসূচিতে অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, শ্রীনগর গার্লস স্কুল-সংলগ্ন কালী মন্দিরের জমি নিয়ে বিবদমান দুই গ্রুপের মধ্যে ঝগড়া সৃষ্টি হলে সমর দত্তকে ঘটনাস্থলে ডেকে নেয়া হয়। সমর দত্ত সেখানে উপস্থিত হওয়ার পর পরিকল্পিতভাবে একটি মহল সমর দত্তকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।

 

 


আরো সংবাদ



premium cement

সকল