১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

সোনারগাঁওয়ে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, স্বামী আটক

-

নারায়ণগঞ্জের সোনারগাঁও পৌরসভার ভট্টপুর এলাকায় সালমা আক্তার (৩৫) গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। পরকীয়ার জেরে পারিবারিক কলহে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে বলে দাবি করেছেন নিহতের পরিবার।
গতকাল শুক্রবার সকালে পাশের পুকুরে ভাসমান অবস্থায় লাশ উদ্ধার করা হয়। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ঘটনার পর স্বামী মোহাম্মদ রূপচাঁনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের ভাই রিপন খান বাদি হয়ে সোনারগাঁও থানায় মামলা দায়ের করেছেন।
সোনারগাঁও থানার পরিদর্শক তদন্ত মোহাম্মদ মহসিন বলেন, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে আসল রহস্য বেরিয়ে আসবে।

 


আরো সংবাদ



premium cement