১১ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ৮ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

আশুলিয়ায় মহাসড়ক দাপিয়ে বেড়াচ্ছে ব্যাটারিচালিত রিকশা

আশুলিয়ার বাইপাইল ত্রি-মোড়ে অবাধে চলছে ব্যাটারিচালিত রিকশা : নয়া দিগন্ত -


হাইকোর্টের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও আশুলিয়ার সড়ক ও মহাসড়ক দাপিয়ে বেড়াচ্ছে ব্যাটারিচালিত অবৈধ রিকশা ও অটোরিকশা। আশুলিয়ার ঢাকা-আরিচা মহাসড়ক, নবীনগর-চন্দ্রা মহাসড়ক এবং বাইপাইল-আব্দুল্লাপুর সড়কে দেদার চলছে এসব অবৈধ যান। হাইওয়ে পুলিশ এবং ট্রাফিক পুলিশের নাকের ডগায় এসব অবৈধ যান চলাচল করলেও এসব বন্ধের কোনো উদ্যোগ নেই। লোক দেখানো কিছু রিকশা আটক করা হলেও পরে সেগুলোও ছেড়ে দেয়া হচ্ছে। তবে সাভার হাইওয়ে পুলিশ বলছে এসব বন্ধে তারা নিয়মিত অভিযান চালাচ্ছে।
এসব ব্যাটারিচালিত রিকশা ও অটোরিকশার কারণে সড়কগুলোতে প্রতিনিয়তই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। অটোরিকশার কারণে বিদ্যুতের অবৈধ ব্যবহারও বেড়েছে। বৈদ্যুতিক মোটরচালিত এসব রিকশার ব্যাটারি অধিকাংশ ক্ষেত্রেই অবৈধ সংযোগের মাধ্যমে চার্জ দেয়া হয়। যার ফলে আশুলিয়ার বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ডের মতো ঘটনাও ঘটছে।

সরেজমিন ঢাকা-আরিচা মহাসড়ক, নবীনগর-চন্দ্রা মহাসড়ক এবং বাইপাইল-আব্দুল্লাহপুর সড়ক ঘুরে দেখা গেছে, ভারী যানবাহনের সাথে পাল্লা দিয়ে চলছে শত শত ব্যাটারিচালিত রিকশা ও অটোরিকশা। সেই সাথে মহাসড়কের পাশের ফাঁকা জায়গাগুলোও এরা দখল করে জটলা পাকিয়ে রাখছে। এর ফলে সৃষ্টি হচ্ছে যানজট। দায়িত্বরত ট্রাফিক পুলিশ ও হাইওয়ে পুলিশের সামনে দিয়েই এসব তিন চাকার যান চলাচল করছে। অথচ তারা এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে বলে চোখে পড়েনি।

কয়েকজন অটোরিকশাচালক জানান, তারা বাধ্য হয়েই মহাসড়কে উঠছেন। লিংক সড়কে চালালে তাদের ইনকাম এতটাই কম হয় যে, মহাজনের ভাড়া দেয়ার পর তাদের আর কিছুই থাকে না। তাই পুলিশকে টাকা দিয়েই তারা মহাসড়কে ওঠে। হাইওয়ে পুলিশ গাড়ি ধরলেই দিতে হয় দুই হাজার ৬০০ টাকা। আর ট্রাফিক পুলিশ রেকার বিল নেয় এক হাজার টাকা। হাইওয়ে পুলিশ জরিমানা করলে আগে মোবাইলে মেসেজ আসত; কিন্তু এখন কোনো মেসেজ আসে না।
বেশ কয়েকজন বাসচালক জানান, মহাসড়কে ব্যাটারিচালিত রিকশা ও অটোরিকশার কারণে অনেকসময় বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়। এসব যান বন্ধে প্রশাসনের জোর নজরদারি থাকা উচিত।
সাভার হাইওয়ে থানার ওসি আইয়ুব আলী জানান, এসব অবৈধ অটোরিকশা বন্ধে প্রতিনিয়তই তারা অভিযান চালাচ্ছেন। টাকা নিয়ে মোবাইলে মেসেজ না আসার ব্যাপারে জানান, যেগুলোর মামলা হয় শুধু সেগুলোর মেসেজ যায়। আর যেগুলোর রেকার বিল করা হয় সেগুলোর মেসেজ যায় না।


আরো সংবাদ



premium cement

সকল