১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

শান্তি সম্প্রীতির পঞ্চগড় গড়তে যুব ফোরামের মানববন্ধন

-

‘পঞ্চগড়ে সকল প্রকার সহিংসতা-বৈষম্য দূর করি, শান্তি সম্প্রীতির পঞ্চগড় গড়ি’ এ স্লোগানে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। গত বৃহস্পতিবার দুপুরে পঞ্চগড় প্রেস ক্লাবের সামনের সড়কে এই কর্মসূচি পালন করে সদর উপজেলা যুব ফোরাম নামে একটি সংগঠন।
মানববন্ধনে বক্তব্য দেন জেলা নাগরিক প্লাটফর্মের সদস্য নাজিম উদ্দিন, আস্থা প্রকল্পের জেলা সমন্বয়কারী নুরুল ইসলাম নাহিদ, ইউপি সদস্য নজরুল ইসলাম, সদর উপজেলা যুব ফোরামের সভাপতি তারা বানু, সহসভাপতি শহিদুল ইসলাম প্রমুখ। এর আগে জেলা শহরের সেন্ট্রাল প্লাজার সিএফসি হলরুমে ডেমক্র্যাসিওয়াচের আস্থা প্রকল্পের আয়োজনে নাগরিক ফোরাম ও স্টেকহোল্ডারদের সাথে যুবদের হুইসেল ব্লোয়ার হিসেবে অন্তর্ভুক্তিকরণ সভা অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আওলাদ হোসেন সভায় প্রধান অতিথি ছিলেন। জেলা নাগরিক প্লাটফর্ম কমিটির সদস্য ও ডুডুমারী গ্রাম উন্নয়ন প্রধান নির্বাহী কর্মকর্তা নাজিম উদ্দিনের সভাপতিত্বে এতে বক্তব্য দেন আস্থা প্রকল্পের জেলা সমন্বয়কারী নুরুল ইসলাম নাহিদ, সাংবাদিক সামসউদ্দীন চৌধুরী কালাম, ইউপি সদস্য নজরুল ইসলাম প্রমুখ। সভায় পঞ্চগড় সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের যুব ফোরামের সদস্য, ইউপি সদস্য, ইউনিয়ন সমাজকল্যাণ ফেডারেশনের সদস্যরা উপস্থিত ছিলেন।


আরো সংবাদ



premium cement