ভূরুঙ্গামারীতে বিএনপির ৪ নেতা বহিষ্কার
- ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) সংবাদদাতা
- ২৪ মে ২০২৪, ০০:০৫
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বিএনপির চার নেতাকে বহিষ্কার করা হয়েছে। তারা হলেন- পাথরডুবি ইউনিয়ন বিএনপির সভাপতি হযরত আলী, শিলখুড়ি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জোবায়ের হোসেন, পাইকেরছড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কাশেম ও চরভূরুঙ্গামারী ইউনিয়ন বিএনপির সভাপতি শামসুল হক।
আগামী ২৯ মে অনুষ্ঠিত হতে যাওয়া উপজেলা পরিষদ নির্বাচনে অংশ গ্রহণ করা বিএনপির বহিষ্কৃত সাধারণ সম্পাদক এ কে এম ফরিদুল হক শাহীন শিকদারের পক্ষে নির্বাচনী প্রচারণায় জড়িত থাকার অভিযোগে তাদেরকে বহিষ্কার করা হয়।
গতকাল বৃহস্পতিবার ভূরুঙ্গামারী উপজেলা বিএনপি সভাপতি কাজী গোলাম মোস্তফা স্বাক্ষরিত পত্রে বহিষ্কারের বিষয়টি জানা গেছে। বহিষ্কারপত্রের অনুলিপি বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সহ-সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ), জেলা বিএনপির সভাপতি ও সম্পাদকসহ সংশ্লিষ্ট দফতরে পাঠানো হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা