১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

কালিগঞ্জের মথুরেশপুরের বাগদিপাড়া খাল মৃতপ্রায়, দ্রুত খননের দাবি

বাগদিপাড়া খাল দীর্ঘদিন খনন না হওয়ায় দেখে বোঝার উপায় নেই এটি একটি খাল : নয়া দিগন্ত -

দীর্ঘদিন খনন না করায় উপকারের পরিবর্তে এখন এলাকাবাসীর জন্য দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে সাতক্ষীরার কালিগঞ্জের মথুরেশপুর ইউনিয়নের মুকুন্দপুর বাগদিপাড়া খাল। মৃতপ্রায় খালটি অবিলম্বে খননের দাবি জানিয়েছেন ভুক্তভোগী এলাকাবাসী।
মথুরেশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম জানান, প্রায় দুই কিলোমিটার দৈর্ঘ্যরে মুকুন্দপুর বাগদিপাড়া খাল দিয়ে উপজেলার মথুরেশপুর ইউনিয়নের পাঁচবাড়িয়া, মুকুন্দপুর, সেকেন্দারনগর, প্রবাজপুর, উজয়মারী, ঈশ্বরপুর, ধলবাড়িয়া ইউনিয়নের উকসা, গোবিন্দপুর, দাড়িয়ালা, বাগদাড়িয়ালা, রতেœশ্বরপুর, চক সেকেন্দারনগর, কামারগাঁতী ও এর পাশর্^বর্তী ১৪টি গ্রামের পানি নিষ্কাশন হয়। দীর্ঘ দিন এই জনগুরুত্বপূর্ণ খালটি খনন না করায় এটাকে এখন আর খাল বলেই মনে হয় না। এই খাল দিয়ে পানি নিষ্কাশন না হতে পারায় বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টিতেই কৃষকদের ধানের বীজতলা, হাজার হাজার বিঘার ধান, সবজি, মৎস্য ঘের পানিতে তলিয়ে যায়। বসতবাড়ির উঠানে পানি জমে যায়। ইরি-বোরো মৌসুমে শত শত বিঘা জমি অনাবাদি থাকে। খালটি খনন করলে মিষ্টি পানি সংরক্ষণ করা যাবে এবং এই পানি দিয়ে শত শত বিঘা আবাদি জমিতে ইরি বোরো ধান চাষ করা সম্ভব হবে। দুঃখ ঘুচবে অনেক কৃষকের।
চেয়ারম্যান আরো জানান, একটি কুচক্রীমহল ব্যক্তিস্বার্থ চরিতার্থের উদ্দেশ্যে খালটি খননে বাধা হয়ে দাঁড়িয়েছে। এ ব্যাপারে প্রশাসনেও তারা দৌড়ঝাঁপ শুরু করেছে। এর ফলে বিঘিœত হতে পারে খাল খনন প্রক্রিয়া। খাল খননের ব্যাপারে চেয়ারম্যান সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।


আরো সংবাদ



premium cement
সাবেক ফুটবলার কাভেলাশভিলিই জর্জিয়ার প্রেসিডেন্ট ঘড়ির সময় বদলাতে চান না ট্রাম্প ভারতীয় মুসলিমদের বিরুদ্ধে ঘৃণা ছড়াতে অস্ত্র বাংলাদেশ : ওয়েইসি সিরিয়ার বিদ্রোহীদের সাথে সরাসরি যোগাযোগ রাখছে যুক্তরাষ্ট্র খেয়ালখুশিমতো খরচ হয়েছে জলবায়ু তহবিলের অর্থ গুমে শেখ হাসিনার সম্পৃক্ততা পেয়েছে কমিশন : র‌্যাব বিলুপ্তির সুপারিশ আরাকানে সাড়ে ৪ শ’সেনা নিহত, জান্তার নিয়ন্ত্রণ শেষ বিপাকে রোহিঙ্গারা ভারতসহ সাত ‘অসহযোগী’ দেশের তালিকা ঘোষণা যুক্তরাষ্ট্রের সিরীয়রা স্বাধীনতা উদযাপনের সময় দামেস্কে ইসরাইলের হামলা আগামীতে সবাইকে নিয়ে বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলা হবে বেক্সিমকোর জন্য ১৮০ কোটি টাকা ছাড় করছে জনতা ব্যাংক

সকল