সংবাদ প্রকাশের ফলে কালীগঞ্জে গাছ কাটা বন্ধ
- কালীগঞ্জ (গাজীপুর) সংবাদদাতা
- ২৪ মে ২০২৪, ০০:০৫
সড়ক প্রশস্তকরণের নামে কালীগঞ্জের নলছাটা-উলুখোলা ভায়া নাগরী সড়কের উভয় পাশে থাকা সরকারি শত শত ফলজ ও বনজ গাছ কেটে নেয় স্থানীয়রা। বিষয়টি নিয়ে নয়া দিগন্তসহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে নড়েচড়ে বসে উপজেলা প্রশাসন।
গত মঙ্গলবার সকাল থেকেই উপজেলা প্রশাসনের একটি দল নলছাটা-উলুখোলা ভায়া নাগরী সড়কের পাশের এলাকা হতে ফলজ ও বনজ কাটা গাছ জব্দ করেছে বলে জানায় (এলজিইডি) এর কালীগঞ্জ উপজেলা প্রকৌশলী বেলাল হোসেন সরকার। উল্লেখ, কয়েক দিন পূর্বে কোন নিয়মনীতির তোয়াক্কা না করে উপজেলা প্রশাসন মাইকিং করে ১০-১২ দিনের মধ্যে গাছ কেটে ফেলার নির্দেশনা জারি করে। ফলে স্থানীয়রা তাদের দখলীয় জমির পাশের সড়কের শত শত গাছ কেটে নিয়ে যায়।
এ বিষয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) কালীগঞ্জ উপজেলা প্রকৌশলী বেলাল হোসেন সরকার জানান, ইউএনওসহ সরেজমিন গিয়ে কিছু কাটা গাছ জব্দ করে নাগরী ইউনিয়ন ভূমি অফিস প্রাঙ্গণে রাখা হয়েছে। কেউ যাতে আর গাছ না কাটে সে ব্যাপারেও এলাকার জনসাধারণকে নিষেধ করা হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা