তালতলী উপজেলা বিএনপির সদস্যসচিবকে অব্যাহতি
- আমতলী (বরগুনা) সংবাদদাতা
- ২৪ মে ২০২৪, ০০:০৫
দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে তালতলী উপজেলা বিএনপির সদস্যসচিব মিয়া মোস্তাফিজুর রহমান মোস্তাক উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হওয়ায় তাকে দলের সব পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
গত বুধবার রাতে বিএনপির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাকে এ অব্যাহতি দেয়া হয়।
এ বিষয়ে মিয়া মোস্তাফিজুর রহমান মোস্তাক বলেন, এটা দলীয় নির্বাচন নয়, জনগণের নির্বাচন। জনগণের প্রত্যাশা পূরণে আমি নির্বাচনে অংশ নিয়েছি। তবে আমাকে দল থেকে অব্যাহতি দিলেও সারাজীবন বিএনপির কর্মী হয়েই থাকবো।
তালতলী উপজেলা বিএনপির আহ্বায়ক শহীদুল ইসলাম বলেন, দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে অংশ নেয়ায় তাকে দলীয় সব পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা