দেশসেরা দেবিদ্বারের মাধ্যমিক শিক্ষা অফিসার সফিউল আলম তালুকদার
- দেবিদ্বার (কুমিল্লা) সংবাদদাতা
- ২৪ মে ২০২৪, ০০:০৫
জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ মাধ্যমিক শিক্ষা অফিসার নির্বাচিত হয়েছেন কুমিল্লার দেবিদ্বার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সফিউল আলম তালুকদার।
গত ২১ মে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ ঢাকায় অনুষ্ঠিত জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় তিনি শ্রেষ্ঠ মাধ্যমিক শিক্ষা অফিসার নির্বাচিত হন। তিনি চাঁদপুর জেলার বকচর গ্রামের মজিবুর রহমানের সন্তান। ঢাকা বিশ^বিদ্যালয় থেকে লেখাপড়া শেষ করে ১৯৯৯ সালে রাঙ্গামাটি জেলার কাউখালী উপজেলা শিক্ষা অফিসার হিসেবে চাকরিতে যোগদান করেন।
সফিউল আলম তালুকদার এ বছর গত ৬ মে কুমিল্লা জেলায় ও ১২ মে চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ মাধ্যমিক শিক্ষা অফিসার নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে জাতীয় পর্যায়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। তার শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, প্রশাসনিক ও আইসিটিতে দক্ষতা, কারিকুলাম বাস্তবায়ন এবং এসডিজি ৪-এর লক্ষ্য অর্জনে গুণগত শিক্ষা উদ্ভাবনী, সৃজনশীল উদ্যোগ, ডিজিটাল সিস্টেমে প্রতিষ্ঠান পরিদর্শন ও অন্যান্য দক্ষতার ভিত্তিতে তিনি জাতীয় পর্যায়ে এ স্বীকৃতি পান। এর আগে তিনি কুমিল্লার মুরাদনগর উপজেলায় কর্মরত অবস্থায় ২০১৯ সালে এবং ফেনী জেলার পরশুরাম উপজেলায় কর্মরত অবস্থায় ২০২৩ সালে জাতীয় শিক্ষা সপ্তাহ প্রতিযোগিতায় জেলা এবং চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ মাধ্যমিক শিক্ষা অফিসারের খ্যাতি অর্জন করেছিলেন। সফিউল আলম তালুকদার ২০২৩ সালের ১৬ নভেম্বর দেবিদ্বার উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার হিসেবে যোগদান করেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা